- রবি দিচ্ছে নতুন বছরে ২০২০ এমবি, শুধু মাত্র মেসেঞ্জারের মাধ্যমে। আসুন জেনে নি এই ওফারটি কীভাবে নেয়া যাই।
- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন।
- রবি নতুন বছরের উপলক্ষে দিচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে ২০২০ এমবি মাত্র ৬০ টাকায়।
- এই ওফারটি নিতে আপনাকে আপনার মোবাইল রবি সিমে সর্বনিম্ন ৬০ টাকা রাখতে হবে একাউন্টে ।
- আর এই ওফারটি শুধু ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে কিনতে পারবেন।
- তার জন্য রবি অফিসিয়াল ফেসবুক পেজে যান এবং মেসেজ করুন এবং আপনি ওখানে New Year Offer বাটন পাবেন সেখানে ক্লিক করলে আপনি ওফারটি দেখতে পাবেন।
- ওফারটি নিতে Buy বাটন এ ক্লিক করবেন এবং Confirm করবেন। আপনার ব্যালেন্স যদি ৬০ টাকা থেকে তাহলে এক্টিভ হবে সাথে,সাথে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- ২০২০ এমবি ৬০ টাকায় ওফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
- এই ওফার চলবে পরবর্তীতে ঘোষণা না দেয়া পর্যন্ত, ওফারটি চলাকালীন একজন গ্রাহক দুইবার ওফারটি উপভোগ করতে পারবেন।
- এই ওফার পোষ্টপেইড এবং প্রিপেইড গ্রাহকরা দুজনই পাবেন।
- আসা করি এই ওফার পেয়ে সবাই খুশী হবেন,এবং আনন্দীত হবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
নেটওয়ার্কের বিভিন্ন ধরণের প্রজন্ম
টেকনোলজি রিলেটেড আজকের আর্টিকেলটি নেটওয়ার্কের প্রজন্ম নিয়ে।অর্থাৎ 1G,2G,3G,4G নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই লেখায়। আমরা তো সাবই 1G, 2G,3G...