সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন , আশা করি ভাল আছেন আরো ভালো হয়ে যাবেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিকস নিয়ে এসেছি. আপনারা যারা নতুন এন্ড্রয়েড মোবাইল কিনতে চান তারা অনেকেই দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে যান. একটা দামী ফোন কিনতে গেলে আপনার এই সমস্যাটা মধ্যে পড়ে থাকেন, কোন ফোনটা ভাল হবে কোন ফোনটা খারাপ হবে কোন মোবাইলটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনারা বলতে পারেন না. মোবাইল কিনার পরে অনেক সমস্যা দেখা যায়, এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ আপনাদের মোবাইল সম্পর্কে ধারণা নেই এবং বাজারে কোন মোবাইলটি থেকে কোন মোবাইলটি ভালো আপনার বাজেটের মধ্যে সেটা আপনার হয়তো জানা নেই, বন্ধুরা আজকে আমি যে অ্যাপসটা নিয়ে এসেছি সেটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন বর্তমান বাজারে আপনার বাজেটের মধ্যে কোন মোবাইলটি সেরা এবং কোন মোবাইলটি থেকে কোন মোবাইলটি সেরা সেটি আপনি খুব সহজে কম্পেয়ার করে কিনে নিতে পারবেন. লিংক থেকে https://play.google.com/store/apps/details?id=com.ezydev.phonecompare এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলবেন ওপেন করার পর কিছু পারমিশন চাইবে সেগুলো অন করে দিবেন. তারপরে অ্যাপসের বামদিকে থ্রি ডট একটা অপশন দেখতে পারবেন. সেটাতে ক্লিক করে নিজে থেকে দেখবেন ব্র্যান্ড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর পৃথিবীর সমস্ত ব্র্যান্ড আপনার সামনে সু হবে. আপনি ইচ্ছা করলে সেখানে দুটি বোনের কম্পেয়ার করে নিয়ে দেখে নিতে পারবেন কোন ফোনটি ভালো. তো বন্ধুরা এভাবে আপনারা আপনার বাজেটের মধ্যে সেরা মোবাইলটি বাজার থেকে কিনতে পারবেন. আমাদের সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ
খুব অল্প দামের মধ্যে স্যামসাং কোম্পানি আপনাকে দিয়ে যাচ্ছে বাজারে সবথেকে লেটেস্ট ফোন!!
হ্যালো বন্ধুরা This is Raj miraj হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে আজ এমনই একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটির...