বাবার সাথে প্রথম
হাট৷
আজ শুক্রবার৷ হাটের দিন৷ মিয়ন তার বাবার সাথে হাটে যাবে৷ যেখানে হাট বসে সে জায়গাটির নাম কাঞ্চনপুর৷ সবায় এটাকে কাঞ্চনপুরের হাট বলে ডাকে. মিয়নের বয়স আট বছর, সে আজ হাটে যাবে তাই সবাইকে বলতে সে এখন ব্যস্ত৷ দুপুরের খাওয়া শেষ করে মিয়নকে তার মা সাজিয়ে দিল হাটে যাওয়ার জন্য৷ মিওনের মা মিয়নের হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আজ আমার বাবা হাটে যাচ্ছে দেখব আমার বাবা আমার জন্য হাটে থেকে কি নিয়ে আসে৷ তারপর মিয়ন ও তার বাবা হেঁটে হেঁটে হাটের দিকে যাচ্ছে৷ রাস্তায় দেখতে পেল আরও অনেকেই যাচ্ছে হাটে৷ মিয়নদের বাড়ি থেকে হাটে পৌছতে সময় লাগে ত্রিশ মিনিট৷ হাঁটতে হাঁটতে তারা হাটের নিকট এসে পৌছালো৷ মিয়ন দেখতে পেল অনেক মানুষের ভীর৷ সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা এখানে এতো ভীর কেন? তার বাবা জবাব দিল, এটাইতো হাট বাবা৷ মিয়ন একটু ভয় পেল আর তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা আমিতো হাড়িয়ে যাবনা? বাবা বলল, না বাবানা, হারাবেনা৷ তুমি শুধু আমার হাত ধরে রাখবা৷ তারা হাটের ভিতরে প্রবেশ করল৷ মিয়ন তার বাবার হাত ধরে আছে৷ তার বাবা কিভাবে কি কিনছে শুধু সে দেখছে৷ দেখতে দেখতে সে দেখতে পেল তার বাবা এমন একটি জায়গায় এসেছে যেখানে খুব বেশি ভীর নেই তবে মিয়ন সেখানে এসে খুব আনন্দিত হলে৷ এখানে শুধু খাবার তৈরী হচ্ছে৷ জিলাপি, চানাচুর, বিস্কুট ইত্যাদি৷ মিয়নের বাবা অনেকগুলো জিলাপি কিনল এবং সেগুলি ব্যাগের ভিতর রাখল৷ তারপর মিয়নকে জিলাপি বিক্রেতার পাশে বসিয়ে জিলাপি খেতে দিল৷ জিলাপি খেতে থাকল মিয়ন৷ হঠাৎ সে ভয় পেয়ে কান্না৷ জিলাপি বিক্রেতা তাকে আরও জিলাপি দিল কিন্তু তার কান্না থামল না৷ এরি মধ্যে বাবা এসে মিয়নকে বুকি জড়িয়ে ধরে আদর করে বলল, কি হইছে বাবা, এইতো আমি এসেছি৷ দেহ কত্ত বড় মাছ৷ বাবাকে পেয়ে আর মাছটা দেখে মিয়ন খুব খুশি হলো৷ বাবা আরও বলল, প্রথম হাটে আসলে অনেক বড় মাছ কিনতে হয়, দেখ এটা হাটের মধ্যে সব থেকে বড় মাছ৷ মাছটা মিয়নের হাতে দিয়ে বাজারের ব্যাগটা বাবা নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল আর বাবা মিয়নকে শিখাচ্ছে, তোমার মা কে বলবে দেখ আমি হাটে থেকে কত বড় মাছ এনেছি৷ তারা কথা বলতে বলতে বাড়ি পৌছালো
Mission Extreme
Action Name: Mission Extreme Written by: Sunny Sanwar Directed by: Faisal Ahmed Produced by: COP Creation Mime Multimedia Starring: Arifin Shuvo, Taskin Rahman, Jannatul Ferdous Oishee, Sadia Nabila, Sumit...