আসসালামুয়ালাইকুম। তো কেমন আছেন আপনারা ?আশা করি অনেক বেশি ভালো আছেন। তো প্রত্যহের মত আজকেও আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যে সফটওয়্যার অ্যাপটি ব্যবহার করে আপনারা অ্যান্ড্রয়েডের যেকোনো ধরনের ভিডিও এডিট, বিভিন্ন ছবিগুলো কে নিয়ে একটি ভিডিও তৈরি করা, সবকিছু পারবেন ৷ তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক৷
প্রথমে এপটির নাম বলে দিচ্ছি ৷ অ্যাপটির নাম হল You cut .লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ৷ অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ৷ ইউটিউব ভিডিও এডিটিং এপটি ব্যবহার করে আপনারা কম্পিউটারের মত মোবাইলেও ভিডিও এডিট করতে পারবেন ৷যেকোনো ভিডিওর বিভিন্ন অংশের কাজ করে নিতে পারবেন ৷ এছাড়া অনেক গুলো ছবি একের সঙ্গে অন্যের যুক্ত করে নিয়ে নতুন সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করতে পারবেন ৷একসঙ্গে অ্যাড করে নতুন একটি ভিডিও তৈরি করতে পারবেন ৷ এছাড়া সটাইলিষ এডিট করে বিভিন্ন প্রোগ্রাম ক্রিয়েট করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ৷ বিভিন্ন লোগো অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে৷ তাছাড়া আপনি চাইলে আপনার ভিডিও ছোটো করে ,কাট করে এডিট করতে পারবেন ৷ একটি ভিডিও তে যত ধরনের প্রোগ্রাম দরকার পড়ে, সবকিছু এখানে সম্ভব৷ সবকিছু আপনি পাবেন ৷
অবশ্যই পড়বেনঃ
#ফ্রী মোবাইল রিচার্জ সাইট।রেজিষ্ট্রার করলেই ২০ টাকা ফ্রী রিচার্জ।Grathor
#ইমেইল পড়ে, এড দেখে আয় করুন হাজার হাজার টাকা।পেমেন্ট বিকাশে।Grathor
সবচেয়ে ভালো দিক হলো আপনি ভিডিও এডিট করার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি লাগাতে চান তাহলে মিউজিক এড করার অপশন আছে ৷ আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো You cut অ্যাপ্লিকেশন করতে হবে ইন্সটল করার পর ওপেন করার পর পরই আপনাকে নিউ ভিডিও এডিট অপশন দেখাবে। সেখানে ক্লিক করে নিউ প্রজেক্ট এ ক্লিক করবেন। আপনাকে একটি ভিডিও অথবা একাধিক ভিডিও সিলেকট করতে বলবে।। আপনি একটি ভিডিও অথবা অনেক গুলো ভিডিও সিলেক্টকরতে পারবেন।আবার চাইলে একটি ভিডিও সিলেক্ট করে সেটিকে কাট করে নিতে পারবেন। যে অংশটি আপনি করে দিতে পারবেন।
এছাড়া আপনি নির্ধারন করতে পারবেন ভিডিও কোয়ালিটি অর্থাৎ 480প, 360প, 720p নিবেন সবকিছু আপনি নির্ধারন করতে পারবেন। আপনি আয়তাকার অথবা বর্গাকৃতির ক্রপ সাইজে ভিডিও তৈরি করতে পারবেন। যেকোনো ভয়েস রেকর্ডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে দিতে পারবে।। অথবা অ্যাড করতে চান তাহলে সেটা পারবেন। সেখানে অপশন আছেআ।পনি সেটা পেয়ে যাবেন। আপনাকে পরিচয় করিয়ে দিলাম বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এর সাথে।এর ডাউনলোডস 50 মিলিয়ন। এর রেটংস4.5 /5।অ্যাপটি ইন্সটল করতে পারবেন।
দেখা হবে অন্য একটি ব্লগে। সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদাহাফেজ।