কোন পুরোকৌশল স্ট্রাকচার নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী যে গুণাবলী থাকা প্রয়োজন তা হলো সৌন্দর্য শক্তি সহযোগিতায় স্বল্পতা সুসামঞ্জস্য সমহার।প্রকৌশল সামগ্রী নির্বাচনের সুবল প্রত্যাশা চালনা এবং সংযোজন সরলতায় স্থায়িত্ব শক্তি ইত্যাদি গুণাবলীর বিবেচনা করতে হয়।প্রকৌশলীগণ ইমারত সড়ক-রেলপথ সেতু কালভার্ট সমুদ্র বন্দর বিমানবন্দর জেঠি পোতাশ্রয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যন্ত্রযান বাত ইত্যাদি যাবতীয় প্রকৌশল কর্মকাণ্ডের পরিকল্পনা ডিজাইন এবং নির্মাণের দায়িত্ব পালন করে থাকে।প্রকৌশলী সামগ্রীর গুণগতমান যত বেশি হবে এসব কর্মকাণ্ডের নির্মাণ তত বেশি হবে সেজন্য সকল প্রকৌশলীকে যাবতীয় প্রস্তুত প্রণালী এবং এদের ভৌত রাসায়নিক ধর্ম ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যক।
প্রকৌশলী গন্ধের যা যা জানা অবশ্যই প্রয়োজন
শক্তি সৌন্দর্য সহযোগিতা ও ব্যয় স্বল্পতা সঠিক সংযুক্তি গড়ে ওঠে
সুবল প্রাপ্যতা চালনা ও সংযোজন স্থায়িত্ব তার শক্তি বিষয় বিবেচনা করে প্রকৌশলী সামগ্রী নির্বাচন করা হয়। প্রকৌশলী নির্মাণ কাজ ব্যবহৃত সামগ্রী পুরোকৌশল সামগ্রী এবং সিভিল মেটেরিয়ালস বলে।
প্রকৌশলীগণ নির্মাণের জন্য স্বল্প ব্যয় নিরাপদ নিরাপত্তা সৌন্দর্য ও স্থায়িত্ব তার দিক বিবেচনা করে থাকে।ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যথাযথ নির্বাচন এর উপরই নির্মাণের উৎকৃষ্টতা নির্ভর করে তাই এগুলো নির্বাচনের ক্ষেত্রে এগুলো মৌলিক স্বভাবের উপর সম্যক জ্ঞান থাকা অবশ্যক।যেকোনো প্রকৌশলী নির্মাণের প্রকৌশল সামগ্রীর শক্তি স্থায়িত্ব সহযোগিতা সভ্যতার সৌন্দর্য ব্যবহার ও সংযোগ ইত্যাদি বিবেচনায় আনতে হবে যেকোনো নির্মাণ সামগ্রীর গুণগতমান এবং বৈশিষ্ট্যের উপর নির্মাণ নিরাপত্তা ইত্যাদি নির্ভর করে।আবহাওয়া পরিবেশ-পরিস্থিতি ইত্যাদি ভিন্নতা একইধরনের নির্মাণ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের সামগ্রী নির্বাচন করতে হতে পারে।এগুলো প্রতিনিয়ত ও প্রযুক্তি উন্নয়নের নবতর পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে প্রকৌশল নির্মাণ ও এতদসংক্রান্ত কার যদি দিনদিন জটিলতার দিক দিকে অগ্রসর হচ্ছে। তাই প্রকৌশল সামগ্রী ধর্ম গুণাবলী বৈশিষ্ট্যের উপর প্রকৌশলী যথাযথ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বিল্ডিং ব্রিজ বিমানবন্দর সড়ক যেটি যন্ত্রযান পোতাশ্রয় ইত্যাদি যাবতীয় প্রকৌশল প্রকল্পের পরিচালনা ডিজাইন নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ ইত্যাদি সার্বিকভাবে প্রকৌশলী দায়িত্ব বিধায় পরিবেশ পরিস্থিতি বিবেচনা নির্মাণসামগ্রী নির্বিকল্প সামগ্রীর মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ ইত্যাদি পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।আধুনিককালে প্রযুক্তিগত উন্নয়নের সাথে বিভিন্ন শাখার প্রকৌশলীগণ বিভিন্ন আবিষ্কৃত প্রায় সকল সামগ্রী কঠিন তরল বায়বীয় কার্যক্ষেত্রে ব্যাবহার করে থাকে।
আসুন জেনে নিই বিজ্ঞানী আইনস্টাইন এর জীবনের মজার কিছু কাহিনী…
"" আসসালামু আলাইকুম "" আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিজ্ঞানীর কিছু মজার কাহিনী বলবো...