আসসালাম উলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। বর্তমান সময়ে যুব সমাজে বেকারত্তের সমস্যা দূর করার জন্য এই পোস্ট টি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। আপনারা নিশ্চয় নতুন কোন ইনকাম অথবা নতুন কোন ব্যবসার চিন্তা করছেন। তাহলে আপনি খুব সহজেই একটি ব্যবসা অথবা ইনকাম করা শুরু করতে পারেন। সেটা হল ইন্ডিয়ান ভিসা ফি জমা এবং ভিসা ফরম পুরন করে। প্রত্যেকটি ভিসা ফরম পুরন করে এবং ভিসা ফি জমা দিয়ে আপনি প্রত্যেক ভিসা বাবদ কিছু লাভ রাখতে পারেন। বর্তমান সময়ে অনেকেই এই ব্যবসায় ভাল লাভবান হচ্ছে।কাজ করার নিয়ম অনেক সহজ আপনি প্রথমে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করুন তারপর অনলাইন ভিসা এপ্লিকেশন, অনলাইন পারসিয়ালি ফিল্ড ফরম, ভিসা স্ট্যাটাস ইনকুয়্যুরী, প্রিন্ট রেজিস্টার এপ্লিকেশন নামে চারটি বার আসবে নতুন এপ্লিকেশনের জন্য প্রথম বারটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে প্রথমে থাকবে কান্ট্রি, ইন্ডিয়ান মিশন, জাতীয়তা, জন্ম তারিখ, ই-মেইল, ভিসা টাইপ আর একটি অস্থায়ী কেপচা কোড। তারপর আপনি কন্টিনুই ক্লিক করার পরবর্তী পেজে আপনার অনলাইন ভিসা ফরম পুরনের মুল কাজ শুরু। কাস্টমারের নাম, ঠিকানা, ভিসা নাম্বার, জাবতীয় ইনফরমেশন দেওয়ার পর। সেভ এবং কন্টিনুই এ ক্লিক করুন পরবর্তী পেজ চলে আসবে। এভাবে আপনাকে আরো একটি পেজে সঠিক ইনফরমেশন দিয়ে পুরণ করতে হবে সর্বমোট তিনটি পেজ সঠিক বিত্তান্ত দিয়ে পূরণ করতে হবে। তারপর আসবে হোটেল ইনফরমেশন এবং আপনাকে ছবি আপলোড দিতে হবে ২” গুণ ২” ইঞ্চি। তারপর আপনার সামনে একটা পিডিএফ ফাইল প্রিনটের জন্য আসবে। ওখানে ফাইলটির একটা নাম্বার থাকবে। ভিসা ফি অনলাইনের মাধ্যমে জমা দেয়ার জন্য আপনার ফাইল নাম্বারটি প্রয়োজন পরবে। আপনি ভিসা ফি জমা দেওয়ার জন্য চলে যান পেমেন্ট ডট আইভ্যাক বিডি ডট কম এখানে ইন্ডিয়ান মিশন, ওয়েব ফাইল নাম্বার, আইভ্যাক নাম্বার, ভিসা টাইপ, পাসপোর্ট নাম্বার ইনফরমেশন গুলো দেওয়ার পর আপনি পরবর্তী পেজে যেই ব্যাক্তির ভিসা ফি তার ব্যাক্তিগত কিছু ইনফরমেশন প্রদান করতে হবে ফরম অনুযায়ী। সবকিছু সঠিকভাবে দেওয়ার পর আপনি বিকাশ, রকেট, ব্যাংক যেকোনো ভাবে আপনি ভিসা ফি জমা দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার গ্রাহকের মোবাইল নাম্বার জেটা ভিসা ফরম এ দেয়া থাকবে ওই নাম্বারে একটা ওটিপি কোড প্রদান করবে আইভ্যাক বিডি। ওইটা সাবমিট করার পর আপনার ভিসা ফি জমা সফল হবে। উপরোক্ত বর্ণনা অনুযায়ী আপনি খুব সহজেই অনলাইনে ইন্ডিয়ান ভিসা ফরম পূরণ ও ভিসা ফি জমা দেওয়ার ব্যবসা শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।
নতুন বছরে নতুন আর্নিং সাইট একাউন্ট খুললেই পাবেন ২৫ টাকা বোনাস।
"আসসালামু আলাইকুম" কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমার নাম নিলা। আজ আমি তোমাদের জন্য একটা...