আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, কিভাবে top10clix থেকে ভিডিও দেখে আয় করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে top10clix.com. এখান থেকে আপনারা শুধু ভিডিও দেখে আয় করতে পারবেন। এটি একটি ptc সাইট। এই সাইট অল্প কিছুদিন আগে পাবলিশ হয়েছে। তাই আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন। প্রতিদিন ওরা কিছু পরিমাণ অ্যাডস দিয়ে থাকে। এগুলো ক্লিক করে এখান থেকে আয় করতে হয়। পাশাপাশি তারা আর একটা বিজনেস এড করছে সেটা হচ্ছে আপনি রেফার এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে রেফার কিনতে পারেন।এখানে কিভাবে রেজিস্টার করবেন এবং কিভাবে কাজ করবেন সেটা জানাচ্ছি। প্রথমে আপনার ব্রাউজার এ গিয়ে সার্চ করবেন top10clix.com. সেখানে গিয়ে দেখতে পাবেন রেজিস্টার নামের একটি অপশন। আপনি সেটাতে ক্লিক করবেন। রেজিস্টার করার জন্য আপনার পুরো নাম, ইমেইল এড্রেস, ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এইগুলো দেওয়ার পর রেজিস্টার নাউ এখানে ক্লিক করে দিবেন। আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে এবং আপনি সেটা ভেরিফাই করে নিবেন। ভেরিফাই করার পর আবার লগইন এ ক্লিক করে লগইন করে নিবেন। লগইন করার জন্য আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে কাজ হচ্ছে শুধু ভিডিও দেখা। প্রত্যেকটা ভিডিওতে আপনি কিছু পরিমাণ ক্রেডিট পাবেন। ভিডিও দেখার জন্য আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা শেষ হয়ে গেলে আবার ব্যাক চলে আসবেন। আপনি এখান থেকে রেফার করে বেশি আয় করতে পারবেন। আপনার রেফারেল লিংকে যদি কেউ সাইনআপ করে তাহলে সেটা অ্যাড হবে। এগুলো কনভার্ট করে আপনি টাকাতে পরিণত করতে পারবেন। আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।
আপনি কী জানেন Paidera সাইট এখনো পেমেন্ট করছে।
আপনারা অনেকে জানেন না যে Paidera সাইট এখনো পেমেন্ট করছে। আবারও অনেকে এই Paidera কে চিনেন না। Paidera হচ্ছে একটি...