- আাজ আাপনাদের সামনে কয়েকটি টিপ্স দিবো আপনাদের android phone ব্যবহারকারীদের. জন্য অনেক কাজে দিবে আসা করি
এই আধুনিকতার জগতে android একটি জনপ্রিয়
কম্পিউটিং, বা গণনা করার বিশেষ একটি যন্ত্র যা আমাদের যোগাযোগে সহজ ও উন্নত করেছে নিমিশে । আাজ আমি আপনাদের কয়েকটি পরামর্স দিবো android ফোন ব্যবহার করার যেটা আপনাদের. সাহায্য করবে একএিত ভাবে ব্যবহারে এবং আাধুনিকতার সঠিক ব্যবহারে ।১. Confugure your lock screen যার অর্থ আাপনার ফোনের Security সক্ত করার কথা কারন. আাপনি চাইবেন না আপনার ফোনটি কেউ ব্যবহার করুক যার জন্য আপনসকে Security setup korte hobe যা আপনার ব্যক্তিগত. তথ্যাদি সংরক্ষন করবে অন্যদের থেকে । কিবাভে ত setup করতে হবে তা জানতে ভাইলে পরবর্তি post এর অপেক্ষা করুন অথবা comment করে বলতে পারেন ।
২. Battery saver যা আপনার android ফোনটিকে দিবে দির্ঘ সময় এর ব্যবহারের সুবিধা । এই চালু করতে আপনার android phone এর setting জান তারপর battery অপসনে জান দেখবেন সেখানে লিখা আছে turn on your battery saver এইটা on করে দিবেন । আপনার battery saver চালু হয়ে জাবে যা আপনাকে দির্ঘ সময়ের battery life দিবে । আবার অনেক android phonr আাছে যগুলার battery saver on করতে হয় নস আপনাআপনি চালু হয় battry low হলে।
৩. এবারে আপনারা লক্ষ করে দেখবেন আপনার phone setting এ accessibility অপসনে যেয়ে দেখবেন TalkBack নামের ফাংসন আাছে যা সবাই অকার্যকর মনে করে এরিয়ে যান কিন্ত এই option টি খুব কার্যকর. এটি আপনার phone এর যেকোনো words পরে সুনাতে পারে । ধরেন আপনি কিসু শব্দ উচ্চারন করতে পারছেন না এমন সময় এই option টি দারুন ভাবে কাজ করে বিস্তারিত জানতে comments করেন।
৪. এবার আাপনার মোবাইলটি খুব আস্তে কাজ করে তাদের জন্য এই টিপ্স আপনারা আপনার মবাইল এর file manager এ যেয়ে লক্ষ করবেন more নামের একটা option আাছে ওটায় ক্লিক করলে দেখবেন কয়েকটা option পাবেন সেখানে see hidden file মামের কিছু একটা পাবেন ওইটাটে ক্লিক করার পর দেখবেন আপনার file manager এ কিছু নতুন folder দেখা জাচ্ছে যেনন thumbnails নামের folders দেখা জাবে ওটার মদ্ধে দেখবেন অনেক অপ্রয়োজনিয় file বা virus এর মতোন কিছু পাবেন সেগুলা deleted করে দিবেন তারপর লক্ষ করবেন আসপনার android মোবাইলটি আগের চেয়ে দ্রুত কাজ করতে সাহায্য করবে ।
৫. আপনার android মোবাইলটি যদি hang হয়ে যায় মাঝে মাঝে তাহলে আপনার করনিয়ো হলো আাপনার মোবাইলের অপ্রয়োজনিয় apps গুলো unstallation করবেন এর পর ও যদি hanging না থামে তাহলে আপনার phone memory এর storage দেখবেন যদি পর্যপ্ত জায়গা না থাকে তাহলে কিছু delet করে অথবা move করে জায়গা ফাকা করবেন তারপর মোবাইলটি reatart করে নিয়ে দেখবেন আপনার মোবাইলটি আর hanging হচ্ছে না আাগের থাকে ভালো পার্ফম করছে ।৬. আাপনার মোবাইলে অপ্রয়িজনিয় file যেমন গান , video , ছবি বা apps রাখবেন না যার দরুন আপনার মোবাইল fast কাজ করবে এবং battery ভালো থাকবে
আামার দেওয়া টিপ্স গুলো কজে লাগানোর মাদ্ধোমে আপনার android স্মার্টৌোন টি আরো ভালো কাজ করবে hanging হওয়া কমে জাবে , আপনাদের মোবাইলের যেকোনো সমস্যা আমাকে জানাতে পারেন সম্পুর্ন সমাধান দিবার চেস্টা করবো আার কেমন লাগলো comments করে জানাবেন।
লোয়ার মিড রেঞ্জ স্মার্টফোন কেনার ক্ষেত্রে স্নাপড্রাগণ ৬৮০ কে যে কারণে প্রাধান্য দিবেন
আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। কোয়ালকম স্নাপড্রাগণ চিপসেট এর জগতে আমাদের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি...