আসসালামুআলাইকুম বন্ধুরা,
আশাকরি সকলে ভালো আছেন।
আজকে অনেকদিন পর পোষ্ট লিখতে বসলাম।
আজকে আমার পোস্টের টপিক হচ্ছে, নবম- দশম শ্রেণির “ব্যবসায় শিক্ষা” বিভাগের শিক্ষার্থীদের ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বই এর তৃতীয় অধ্যায় সম্পর্কে।
আমি “ব্যবসায় শিক্ষা” বিভাগের একজন শিক্ষার্থী।
তাই আমি বুঝতে পারি ‘ফিন্যান্স ও ব্যাংকিং’ বিষয়টা একটু কঠিন।
মূলত এর তৃতীয় অধ্যায় অর্থাৎ কিছু গণিতের টপিক একটু বেশিই কঠিন লাগে।
তাই আমি এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক গুলো পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি।
পরীক্ষার আগে এগুলো অধ্যায়ন করলে, এই অধ্যায় এর সকল ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আশা করি পুরোটা পড়বেন।
✓ ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথেই অর্থের বহিঃপ্রবাহ ও অন্তঃপ্রবাহ জড়িত থাকে।
✓ অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার।
✓ সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাই চক্রবৃদ্ধি সুদ।
✓ ভোগ্যপণ্য ক্রয় করার জন্য ব্যাংক যে ঋণ মঞ্জুর করে তাকে ভোক্তা ঋণ বলে।
✓ সরল সুদের ক্ষেত্রে আসলের ওপর সুদ গণনা করা হয়।
✓ বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ এর বিপরীত পদ্ধতি।
✓ ভবিষ্যতের নগদ প্রবাহ কে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য যে হারের প্রয়োজন হয় তাকে বাট্টার হার বলা হয়।
✓ বছরের চক্রবৃদ্ধি সংখ্যা বোঝাতে m ব্যবহৃত হয়।
✓ ঋণ নেওয়ার পূর্বে পরিশোধ ক্ষমতা যাচাই করতে হয়।
✓ EAR এর পূর্ণরূপ- Effective Annual Rate.
✓ EAR দ্বারা প্রকৃত সুদের হার নির্ণয় করা হয়।
✓ সুযোগ ব্যয়ের ক্ষেত্রে রুল ৭২ ব্যবহৃত হয়।
✓ উল্লেখিত সুদের হার ও প্রকৃত সুদের হার এক নয় ।
✓ ঝুঁকি ও আয়ের সমন্বয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
✓ ICB – INVESTMENT CORPORATION OF BANGLADESH.
✓ NAR- NOMINAL ANNUAL RATE .
✓ ICB একটি বিনিয়োগ সংস্থা।
✓ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের চেয়ে বেশি হয়।
✓ IRR- Internal Rate of Return .
✓ প্রতিষ্ঠান সর্ব মোট মূলধনের কতটুকু বা কত অংশ ধার বা ঋন থেকে সংগ্রহ করা হয় তাকে কাম্য ঋণনীতি বলে।
✓ যে সুদের হারের ক্ষেত্রে চক্রবর্তী যত পৌনঃপুনিক হবে, উল্লিখিত সুদের হারের চেয়ে ততোধিক হয়, তাকে কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার বলা হয়।
✓ দীর্ঘমেয়াদী প্রকল্পের বর্তমান ব্যায়ের সাথে ভবিষ্যত আয়ের মধ্যে তুলনা করাকে প্রকল্প মূল্যায়ন বলে।
আজ এ পর্যন্তই।
আশা করি সকলের জন্য একটু হলেও উপকার হয়েছে।
আর কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।
পরবর্তী পোস্টে কোন বিষয় নিয়ে আলোচনা করব তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
আপনাদের উপকার করতে পারলেই আমি খুশী।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।