প্লেজিয়ারিজম কোন ধরনের অপরাধ এবং এর আইনি প্রতিকার কী –
আজকাল, প্রায়শই এমন হয় যে, কোনও লেখকের লেখা বিনা অনুমতিতে অন্য ব্যক্তির নিবন্ধে প্রকাশিত করে। কিছু ক্ষেত্রে, মূল লেখক বা তার পক্ষে অন্য কেউ এই বিষয়ে অভিযোগ করলেও বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি অগোচরেই থেকে যায়।
তবে আন্তর্জাতিক নীতিমালা অনুসারে এ জাতীয় ক্রিয়াকলাপ মারাত্মক অপরাধ। বিশ্বের বিভিন্ন দেশ আছে যেই দেশগুলোতে যদি প্লেজিয়ারিজম অপরাধ প্রমাণিত হয় তবে আইনী প্রক্রিয়ায় অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
অপরাধ প্রমাণিত হলে শাস্তি ও জরিমানার ব্যবস্থা রয়েছে। এটি জানা যায় যে বাংলাদেশে এখন পর্যন্ত প্লেজিয়ারিজম জন্য কোনও নির্দিষ্ট আইনী কাঠামো নেই। তবে কেউ চাইলে তিনি আসামির বিরুদ্ধে সিভিল আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করতে পারেন।
যদি তার মধ্যে প্রমাণ পাওয়া যায় তবে বাদী অবশ্যই ন্যায়বিচার পাবেন। তবে সংশ্লিষ্টরা মনে করেন যে এই জাতীয় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কঠোর নীতি ও আইন হওয়া দরকার।