আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
তো আজকে আমি আপনাদেরকে আমার অনলাইন এ সর্ব প্রথম আর্নিং এর কথা বলবো। তো যাই হোক শুরু করা যাক।তো আমার অনলাইন এ প্রথম অনলাইন থেকে আর্নিং টা হলো Ring Id. তো আমি এই রিং আইডি সম্পর্কে জানতে পারি হলো আমার এক স্কুল এর বন্ধু এর কাছে। সে দেখি মাঝে মাঝে স্কুলে এসে বন্ধুদের কাছ থেকে মোবাইল নাম্বার চায়। আবার দেখি যে আমার কাছ থেকেও চাচ্ছে মোবাইল নাম্বার তো আমি বল্লাম যে কিরে বন্ধু তুই মানুষের নাম্বার নি কি করস। কিন্তুু সে বলে না কিন্তুু অনেক সময় ধরে বলার পর আমি আবার বল্লাম যে তুই যদি আমাকে না বলিস। তাহলে আমি তোকে আমার নম্বার দিবো না তখন সে বলল, আচ্ছা বলতেছি তখন বলল যে Ring Id হলো এমন একটা এপ্স যা দিয়ে খুব সহজে মোবাইল নাম্বার দিয়ে টাকা ইনকাম করা যায় অনলাইন থেকে।তারপর আমি বললাম যে কিরে করতে হবে আমাকে প্লিজ শিখাবি। তারপর সে বিস্তারিত বলল যে,
Ring Id হলো এমন একটা এপ্স যা দিয়ে খুব সহজে মোবাইল নাম্বার দিয়ে টাকা ইনকাম করা যায়। Ring id তে কাজ করতে হলে প্রথম এ প্লে স্টোর থেকে Ring Id এপ্স টি ডাউনলোড করতে হবে। প্লে স্টোর এ এ গিয়ে সার্চ বক্সে লিখবেন যে Ring id এটা লিখে সার্চ করুন তারপর দেখবেন যে এপ্স টি আপনার সামনে চলে আসবে। তারপর এপ্স টা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এপ্স টির ভিতর যাবেন তারপর এপ্স টির ভিতর আপনার প্রথম এ
১. নাম : , ২. মোবাইল নাম্বার, ৩.পাসওয়ার্ড এই গুলো দেওয়ার পর আপনি যে নাম্বার টি দিছেন সেই নাম্বার এ একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড টা দিয়ে দিবেন। তারপর একটা রেফার কোড দিতে হবে। রেফার দেওয়ার জন্য আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নেবেন আর তা না হয় স্কিপ করে দেবেন। রেফার কোড টি দেওয়ার পর আপনারা অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন। একাউন্ট টি সাইন আপ করার পর আপনারা অ্যাপসটিতে কাজ করা শুরু করবেন।
আপনারা এই রিং আইডি অ্যাপসটিতে তে আপনারা মন মত কাজ করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং এই রিং আইডি অ্যাপস এর মাধ্যমে আপনারা টেলিভিশন এর সবগুলো চ্যানেল দেখতে পারবেন। এই রিং আইডি অ্যাপস টি তে আপনারা ফেসবুকের মত চ্যাট করতে পারবেন বন্ধুদের মাঝে। তারপর আপনার ফেসবুকের মতো লাইভে চলে আসতে পারবেন।
তারপর আবার আপনারা আপনাদের বন্ধুদের কে রেফার করে ইনকাম করতে পারবেন। প্রতি রেফারে আপনি পাবেন ২০ টাকা করে।
আশা করি আপনাদের আমি ভালো বুঝাতে পেরেছি তো বন্ধুরা আজকে আর নয়। আজ এ পর্যন্তই, আবার পরবর্তীতে একটি নতুন একটি অ্যাপস বা ওয়েবসাইট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন
!!!!!!!!!! আল্লাহ হাফেজ !!!!!!!!!!!
নিরাপদ ব্যাটারি লাইফ নিশ্চয়নে করণীয় [MUST SEE]
বর্তমানে অধিকাশ মানুষের হাতে স্মার্টফোন আছে। আর স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যাটারি। এই ব্যাটারির নিরাপদ লাইফ নিশ্চয়নে আমাদের কিছু...