কীভাবে বিশ্বাস গড়ে তুলবেন
যার মনে বিশ্বাস বস্তুটাই নেই তার ভেতরে বিশ্বাস উৎপাদন করা খুবই কঠিন কাজ। তাকে বিশ্বাস কী জিনিস বােঝানােই মুশকিল। এ যেন এক অন্ধ লােককে লাল রঙ বােঝানাের চেষ্টা যে কোনােদিন রঙ দেখেনি। বিশ্বাস হলাে সেই মানসিক অবস্থা যাকে আপনি ইচ্ছে করলেই মনের ভেতরে গড়ে তুলতে পারেন । আর এটা সম্ভব সেই তেরােটি তত্ত্বে দক্ষতা অর্জনের পরে।মনে রাখবেন সকল চিন্তাভাবনা যার সঙ্গে জড়িত আবেগ এবং বিশ্বাস, তারা নিজেদেরকে ফিজিক্যাল ইকুইভ্যালেন্টের মধ্যে মিশিয়ে দেয়। আবেগ বা অনুভূতি চিন্তারই অংশ, এই ফ্যাক্টরগুলাে চিন্তাকে দেয় প্রাণশক্তি, জীবন এবং অ্যাকশন । চিন্তার আবেগের সঙ্গে যখন মিশ্রিত থাকে বিশ্বাস, তাতে ইতিবাচক কিংবা নেতিবাচক যেরকম ইমােশনই থাকনা কেন তা অবচেতন মনকে প্রভাবিত করে তুলতে পারে।বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এক লক্ষ মানুষ আছে যাদের জীবনে খারাপ কিছু ঘটলে ভাবে, এটি তাদের দুর্ভাগ্য কিংবা এরকমটাই তাদের ‘কপালে লেখা ছিল। তারা বলে নিয়তির ওপূর্ণ স্থাদের হাত নেই। কাজেই যা ঘটবার তা ঘটবেই।এরা আসলে তাদের দূর্ভাগ্যের জন্য জন্য নিজেরাই দায়ী, নিজেরাই তৈরি করে দুর্ভোগ। কারণ নেতিবাচক চিন্তা ভাবনা মনে স্থান দিলে অবচেতন মন তা লুফে নেয় এবং তাকে শারীরিক সমার্থকে পরিণত করে। মন এমন একটি জায়গা যেখানে আপনি হুকুম দিয়ে নিজের উপকার করতে পারবেন। অবচেতন মনকে কথাগুলাে শােনাতে হবে, আপনার যে কোন আকাক্সক্ষা, যাকে আপনি শারীরিক বা আর্থিক সমতুল্যতায় রূপান্তর ঘটাতে চান, তাতে যদি পুরােপুরি বিশ্বাস থাকে, তাহলে এর বাস্তবায়ন অবশ্যই ঘটবে। আপনার বিশ্বাস বা আস্থা হলাে সেই উপাদান যা আপনার অবচেতন মনের অ্যাকশনকে প্রত্যয়ী করে তােলে। অটো সাজেশনের মাধ্যমে নির্দেশ দিলে আপনার অবচেতন মন কোনােকিছু বিলম্বিত করতে পারবে না।
অটোসাজেশনের মাধ্যমে আপনি আপনার মনে সহজেই গড়ে তুলতে পারবেন বিশ্বাস। নিচে যে অটোসাজেশনগুলাে দেয়া হলাে তা আপনি এক, দুই, তিন, চারবার পড়বেন। এবং জোরে জোরে পাঠ করবেন। বিশ্বাস হলাে সকল সমৃদ্ধির শুরুর কেন্দ্রবিন্দু। বিশ্বাস হলো সকল “অলৌকিকতা এবং সমস্ত রহস্যের ভিত্তি যা বিজ্ঞান বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বাসই হলাে ব্যর্থতার একমাত্র প্রতিষেধক। | বিশ্বাস হলাে সেই উপাদান বা কেমিক্যাল যা যখন প্রার্থনার সঙ্গে মিশ্রিত হয় তখন অসীম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি যােগাযােগ ঘটিয়ে ফেলে। বিশ্বাস হলো এমন এক উপাদান যা চিন্তার সাধারণ কম্পন কে গঠন করে মানুষের সসীম মনের সাহায্যে এবং তাকে আত্মিক সমতুল্যতা এনে দেয়। বিশ্বাস হলাে একমাত্র মাধ্যম যার সাহায্যে অসীম বুদ্ধিমত্তার কসমিক ফোর্সকে মানুষ ব্যবহার করতে পারে।
এবার প্লে স্টোর থেকে ইন্সটল করা অ্যাপ সেভ করুন মেমোরিতে!
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চমৎকার...