আসসালামুয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আজকের ট্রিক্সটা পড়ার পর আপনাদের মনটা আরো ভালো হয়ে যাবে. এটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল কে সুন্দর করে নিতে পারবেন. আপনার মোবাইলের যেকোনো জায়গায় গেলে আপনি আপনার ছবিটা দেখতে পারবেন আপনি যদি ফেসবুকে ওপেন করেন ফেসবুক আপনার ছবিটা দেখতে পারবেন ঝাপসা ঝাপসা আপনার ছবিটা বেশে থাকবে সবসময়. আপনি যদি ইনস্টাগ্রামে যান সেখানে আপনার ছবিটা দেখা যাবে মোটকথা আপনি আপনার মোবাইলের যে কোন ফাংশন যাবেন সেখানে আপনার ছবিটা থাকবে. এজন্য আপনাকে যা করতে হবে লিংক থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে. https://play.google.com/store/apps/details?id=com.scheffsblend.designertools
অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপস টা ওপেন করে সমস্ত পারমিশন অন করে দিবেন. তারপর একটু নিচ থেকে দেখবেন মকআপ নামে একটা অপশন আছে সেটা অন করে দেবেন. তারপর নিচে একটা প্লাস বাটন’ দেখবেন. সেখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনার পছন্দমত একটা ছবি সিলেক্ট করবেন. ছবিটি সিলেক্ট করার পর নিজ থেকে দেখবেন একটা অপশন আছে সেটা থেকে আপনার ছবিটা কতটুকু ভেসে থাকবে বা কতটুকু দেখা যাবে সেটা আপনি কমাতে এবং বাড়াতে পারবেন. তারপর আপনার পছন্দমত আরও টেনে কনফার্ম করে ওকে দিবেন. এখন আপনি যেখানে যাবেন মোবাইলের যে অপশনে যাবেন সেখানে আপনার ছবিটি দেখা যাবে. বন্ধুরা এই ছিল আজকের ট্রিক্স আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ.
আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য সেরা ৮টি টিপস।
বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় একজন মানুষের জীবন বদলে দেয়ার মতো কয়েকটি টিপস ও এর...