রিয়েল ভালোবাসার গল্প,,
ছেলেটা যখন মেয়েটার কথা শুনে তখন সে জানতে চায় মেয়েটা তার নাম্বার কোথায় পেয়েছে।কিন্তু মেয়েটা বলে না ছেলেটার নাম্বার কোথায় পেয়েছে। অনিক ভাবেই জানতে চাইছিস মেয়েটা তার নাম্বার কোথায় পেয়েছে।কিন্তু মেয়েটা বলে তার বান্ধিবি এর bf কেন ফোন দিতে গিয়ে তার কাছে গেছে।ছেলেটা মেয়েটার প্রোপোজাল একসেপ্ট করে নেয়।এবং তাদের ভালোবাসা সুরু হয় মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে ছেলেটাও ভালোবাসে অনেক। কিন্তু তাদের মাঝে রোজ ঝগড়া হতো আবার তাদের মধ্যাকার ভালোবাসা ছিলো অনেক, তারা একে অন্যকে অনেক ভালোবাসে কিন্তু এক দিন হলো কি ছেলেটা মেয়েটাকে ফোন দিলে মেয়ে কথা কথায় বলে দিলো ব্রেকআপ ছেলেটা এত কষ্ট পেলো যে চোখে থেকে পানি জরছে সেটা সে বুঝতে পারে নাই।ছেলেটার দুই চোখ দিয়ে ঝরনার মতো অশ্রু বয়ে চলেছে। ছেলেটা মেয়েটাকে বারবার ফোন দিচ্ছে। পরে মেয়েটা ফোন রিসিভ করো বলে বললাম না ব্রেকআপ। ছেলেটা বলে সত্যিই কি ব্রেকআপ। ছেলেটা বলে প্লিজ এরকম বলোনা। আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে হারাতে পারবো না। মেয়েটা কিছু না বলে আবার ফোনটা কেটে দিলো। ছেলেটার সারারাত ধরে কাঁদল একটুও ঘুমাইনি। পরদিন মেয়েটা ফোন দিয়ে বলল কিরে পাগল এখনো কাঁদতেছো। ছেলেটা কাঁদো কাঁদো গলায় বলেন না কেন কাঁদবো আমি আমি তো খুব খুশি হয়েছি। মেয়েটা বলছে কেন আমি বুঝতে পারিনা আমি তো তোমার ভালোবাসি। তাহলে কেন কালকে ব্রেকআপ বললে। মেয়ে বলছে কালকে আমার পাশে ভাই আমার বোন সবাই ছিল তার জন্য। এবং তারা আমাকে বলতে বাধ্য করেছে যে তাকে ব্রেকআপ বল তার সাথে তোর কোন সম্পর্ক নেই। তাই বলছিলাম জান প্লিজ রাগ করোনা আমার সোনা পাখিটা এই কথা বলতে বলতে তারা কথা বলতে থাকে।