সেন্ট ভ্যালেন্টাইনের আসলে কে ছিলেন ?কেনো তিনি এতো পপুলার?
সেন্ট ভ্যালেন্টাইনের আসলে কে ছিলেন ?কেনো তিনি এতো পপুলার?
সেন্ট ভ্যালেন্টাইন এর পরিচয় ঃ
ঘটনা হলো -২৬৯( খ্রীস্টাব্দ) সালের ইতালির রোম একটি নগরী ছিলো, যা এখোনও আছে । সেখানে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী ছিল । তিনি যে শুধুই পাদ্রী ছিলেন তা নয় । তিনি আবার চিকিৎসক ও ছিলেন ।
এখোন হয়তো অনেকে ভাবতেছেন , পাদ্রী কি ?
যারা খ্রিস্টান ধর্মের পন্ডিত তারাই মূলত পাদ্রী হিসেবে পরিচিত । হয়তো এই শব্দটা আপনারা পরিচিত নয় , তাহলে এর একটা সমার্থক আছে সেটা হলো পোপ । আর এই শব্দটির সাথে আমাদের পরিচয় আছে।
তো তিনি যেহেতু ধর্মের পন্ডিত তাই তিনি ধর্মের প্রচারের কাজ করতেন, আর তখন সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিলো । আর তখনকার সম্রাট ছিলেন
দ্বিতীয় ক্রাডিয়াস ,তিনি পাদ্রী কে এই অপরাধে (ধর্ম প্রচারের অপরাধে) বন্দী করেন । বন্দি করে তাকে কারাগারে রাখা হলো । সেন্ট ভ্যালেন্টাইন যে কারাগারে ছিলেন ,সে কারাগারের রক্ষীর একটি মেয়ে ছিলো , যে মেয়েটি ছিলো অন্ধ । সেই অন্ধ মেয়েটির চিকিৎসা করে করে তাকে ভালো করে তোলেন । এতে সেন্ট ভ্যালেন্টাইনের সুনাম বাড়তে লাগলো , কিন্তু রাজার সেটা সহ্য হলো না , সহ্য না হওয়ার কারনে তাকে মানে ভ্যালেন্টাইন কে মৃত্যু দন্ডের আদেশ দিলেন । যেদিন ভ্যালেন্টাইনকে মৃত্যু দন্ড দেয়া হয় সেদিন ছিলো ১৪ ফেব্রুয়ারি । ভ্যালেন্টাইন কে মৃত্যু দন্ড দেয়া হয়ে গেলো ,এভাবে অনেক দিন অতিবাহিত হলো । এরপরে ৪৯৬ সালে এসে সেন্ট জেলাসিউ এবং ১ম জুলিয়াস সেন্ট ভ্যালেইটাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করলেন । খৃষ্টানদের মধ্যে কোনো পাদ্রী-সাধু সন্তান যদি ধর্মের জন্য এবং মহান কর্মের জন্যে মৃত্যু দন্ডপ্রাপ্ত হয় বা মারা যায় তাদের স্মরণে ও তাদের কর্মের জন্য এ ধরনের অনেক দিবস তার ঘোষণা করেণ আর এরকম অনেক দিবস রয়েছে। উদাহরন হিসেবে বলা যায় – ১৭ মার্চে সেন্ট প্যাট্রিক ডে , ২৩ শে এপ্রিল সেন্ট জজ ডে পালন করা হয় , ১১ নভেম্বর সেন্ট মার্টিন ডে,২৪ আগস্টে সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর সেন্ট এন্ড্রু ডে ইত্যাদি ইত্যাদি আরো অনেক দিবস তারা পালন করে থাকেন ।