- রবি দিচ্ছে নতুন বছরে ২০২০ এমবি, শুধু মাত্র মেসেঞ্জারের মাধ্যমে। আসুন জেনে নি এই ওফারটি কীভাবে নেয়া যাই।
- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো। কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন।
- রবি নতুন বছরের উপলক্ষে দিচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে ২০২০ এমবি মাত্র ৬০ টাকায়।
- এই ওফারটি নিতে আপনাকে আপনার মোবাইল রবি সিমে সর্বনিম্ন ৬০ টাকা রাখতে হবে একাউন্টে ।
- আর এই ওফারটি শুধু ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে কিনতে পারবেন।
- তার জন্য রবি অফিসিয়াল ফেসবুক পেজে যান এবং মেসেজ করুন এবং আপনি ওখানে New Year Offer বাটন পাবেন সেখানে ক্লিক করলে আপনি ওফারটি দেখতে পাবেন।
- ওফারটি নিতে Buy বাটন এ ক্লিক করবেন এবং Confirm করবেন। আপনার ব্যালেন্স যদি ৬০ টাকা থেকে তাহলে এক্টিভ হবে সাথে,সাথে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- ২০২০ এমবি ৬০ টাকায় ওফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
- এই ওফার চলবে পরবর্তীতে ঘোষণা না দেয়া পর্যন্ত, ওফারটি চলাকালীন একজন গ্রাহক দুইবার ওফারটি উপভোগ করতে পারবেন।
- এই ওফার পোষ্টপেইড এবং প্রিপেইড গ্রাহকরা দুজনই পাবেন।
- আসা করি এই ওফার পেয়ে সবাই খুশী হবেন,এবং আনন্দীত হবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
প্রোটোকল কিভাবে কাজ করে সিমপ্লিফাইড কমিউনিকেশ মডেল ও ডেটা কমিউনিকেশন ব্যবস্থা (কমিউনিকেশন সিস্টেম) জেনে নেন
প্রোটোকল কিভাবে কাজ করে ঃ ডেটা সিকোয়েন্সিং ঃ বড় তথ্যকে ছোটো সুনির্দিষ্ট আকারে ভেঙ্গএ প্রেরন করে যাতে ভুল না হয় , এবং...