“শিক্ষা”জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন মানুষ পশুর সমান। জীবনে বেঁচে থাকতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সুশিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারবো।পৃথিবীতে যত ধরণের শিক্ষা আছে তার মধ্যে “ইসলাম” হলো আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের পারিবারিক,সামাজিক,অর্থনৈতিক,রাষ্ট্রনৈতিক এবং আন্তর্জাতিক জীবনে চলতে শেখায়।”ইসলাম” শিক্ষার মাধ্যমে আমরা জীবনকে পরিপূর্ণ ভাবে গড়ে তুলতে পারি।শিক্ষার মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়েদের মা-বাবারা পড়ালেখা করানোর ছেলে-মেয়ের পড়ালেখা করানোর মূল উদ্দেশ্য হলো ভালো একটা চাকরি পাওয়া এবং বেশি অর্থ উপার্জন করা।আসলে কি তাই?না পড়াশোনা মূল উদ্দেশ্য ভালো একটা চাকরি পাওয়া না।পড়াশোনা মূল উদ্দেশ্য হলো শিষ্টাচার,নৈতিকতা,ভদ্রতা।আমাদের দেশে অনেক মানুষ আছে যারা অনেক শিক্ষিত কিন্ত তারা এই উচ্চ শিক্ষার জন্য অনেক অহংকার করে থাকে।নিম্নবিত্ত মানুষদের দেখে অহংকার করে এর মাধ্যমে প্রকাশ পায় সে শিক্ষিত বটে কিন্ত তার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ প্রকাশ পায় না।তারা লেখাপড়া শিখে করেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা।এটাকে শিক্ষা বলে না।ছোটবেলা থেকে আমাদের সবসময় বাবা-মা,ভাই-বোন,শিক্ষক সবমিলিয়ে সবাইকে সম্মান আর স্নেহ করতে হবে।তাহলে আমাদের শিক্ষার মূল্য থাকতে।পড়াশোনার প্রতি সবসময় মনোযোগ দিতে হবে।আর বেশি বেশি করে লিখতে হবে।গরীব-দুঃখীদের সাথে খারাপ ব্যাবহার করলে,তাদেরকে নিয়ে উপহাস করলে শিক্ষার মূল্যটাই হারিয়ে যাবে।দেশের প্রতি মায়া ও মমতা থাকতে হবে দেশের হয়ে কাজ করতে হবে।প্রত্যেকটা মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে যে,সে ভবিষ্যতে কি হবে?লক্ষ্য আর আর উদ্দেশ্যে আমরা সবসময় এক করে ফেলি।ধরা যাক,আমি কোনো বিল্ডিং এর দোতলায় যাবো,এখানে উদ্দেশ্যে হচ্ছে প্রত্যেকটা সিঁড়ি আর লক্ষ্য হচ্ছে দোতালা।এটাও আমাদের একটা শিক্ষনীয় বিষয়।”শিক্ষা”কি?জীবনের প্রতিটি ক্ষেত্রই শিক্ষা।মানুষ প্রতিটা ভূলই শিক্ষা।আমরা ভূল থেকেই শিখতে পারি বা শিক্ষা পাই।”শিক্ষা”দুই প্রকারের যেমন-সুশিক্ষা ও কুশিক্ষা।যার মধ্যে সুশিক্ষা নেই সে সুশিক্ষিত সমাজ,জাতি ও গড়তে পারবে না।”শিক্ষা” ছাড়া কেউ জীবন সুন্দরভাবে গড়তে পারবে না।স্কুলে গেলে ছাত্র হয় না কেউ যার মধ্যে ছাত্রের গুণাবলি আছে সেই ছাত্র।না বুঝে মূখস্ত করার অভ্যাসটা আমাদের ত্যাগ করা উচি।কারণ বুঝে পড়লে আমরা ভালোভাবে শিখতে পারবো সৃজনশীন বা সৃষ্টি করতে পারবো।জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাদের সবার শিক্ষার প্রয়োজন।যার আগ্রহ নেই সে কখনো শিখতে পারবে না।অন্ধকারে মানুষ যেমন চলতে পারে না,শিক্ষা যার মধ্যে নেই সে অন্ধ।তাই পরিশেষে বলতে চাই যে,শিক্ষা আমাদের জীবনে আলোর পথ দেখায়।তাই সুশিক্ষার আলোয় আলোকিত হওয়া আমাদের সবার প্রয়োজন।
এস.এস.সি তে যেসকল একাডেমীক ভুল না করলে জীবন পাল্টে যাবে
তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবা অর্থাৎ যারা এখন ৯বম ১০ম শ্রেণিতে পড় তোমাদের ক্যারিয়ার কেমন হবে ভাল নাকি খারাপ তা...