আমি রাকিব
আমি খুবই ভদ্র ঘরের ছেলে।আমি ছোট্ট বেলা থেকেই নরম টাইপ এর ক্লাস 1 থেকে 6 পর্যন্ত কোনো বন্ধুবান্ধব আর সাথে চলি নি।ক্লাস 7 থেকে আমি বন্ধু দের সাথেই আড্ডা দেই তাদের সাথে দিন কাটাই।আমরা সিলাম 3 বন্ধু আমি ,রাব্বি,হামজা। তিন বন্ধু মিলে এলাকার সব গাছের ফল চুরি করে খেতাম 3 জন এক সাথেই থাকতাম সব সময়। এবার আসি আসল কথায় আমার জিবনে এসে পরলো সেই দিন যার জন্য মনে হোয় অপেক্ষা করতেছিলাম।আমি তখন ক্লাস 8 এ। বছরের শুরুতেই নতুন ক্লাস নতুন বন্ধু ।আমাদের ক্লাশে নতুন ভর্তি হয়েসে লুপা নামটা অনেক আনকমন।আমি মেয়েটাকে দেখে চোখ ফিরাতে পরলাম না।আমি তাকে দেখে একটু আলগা পাট দেখতে গেলাম ।ক্লাসে সব কাজ আমি করে দেই যেনো তার চোখে পড়তে পারি। তার সাথে শুরু হয় আমার চোখাচোখি।সে তাকাতেই আমার মনটা গোলে যায়। তার চোখে আমি ডুবে যাই।তারপর দিন যেতে থাকে আর আমাদের বন্ধুত্ব হতে থাকে।আস্তে আস্তে আমরা আরো ক্লোজ হতে উঠি।আমি ওকে ফোন দিয়ে স্কুল এ অন্তাম ও আমাকে ফোন দিত।এভাবে একদিন আমার বন্ধুদের পালায় পরে ওকে বলে ফেলি i love u lupa,। তারপর আর কি পুরো 9 দিন সে আমার সাথে কথা বলেনি। 9 টা দিন গেলো তারপর সে আমাকে ফোন দিল schollra যাবি আমি তো ভোয়ে আসি কি জয় কে জানে।গেলাম স্কুল এ। স্কুল এ যাওয়ার পর ও আমার সাথে কথা বলেনা আমার এটাতে মো ন। খারাপ হতে গেলো।আমি বসে রইলাম । ছুটির পর তার পিসে হাঁটা দিলাম তাকে অনেক বললাম মাফ করে দাও ।সে বললো করবো যদি আমার একটা কাজ করো তাহলে।আমি বললাম কি কাজ।।ও আমাকে অঙ্ক গুলা কাগজ হতে ধরিয়ে দিয়ে বললো এগুলো কমপ্লিট করে দিতে ।আমি তো শেষ।আর মনে হয় এক সপ্তা বাইরে যাওয়া হলনা।আমিও খারাপ কম না আমি শয়তান বন্ধুদের কাজ গুলো করানোর আদেশ দিলাম।ওরা ফাঁসিয়েছে ওরাই করবে।আমি তো মহা খুশি যে সে আমার সাথে কথা বলতেছে।কিন্তু আগের মতন না আগের বরং একটু অন্য ভাবে।আমি বুঝতে পারলাম যে সেও আমাকে ভালোবাসে। এভাবে চলতে থাকে আমাদের বন্ধুত্ব । একদিন সে হঠাৎ করে আমাকে বলে যে আমি তোকে ভালোবাসি।আমি প্রথমে কান দিলাম না।পরে সে বলে যে ওই বয়রা আমি তোকে ভালবাসি। আমি বলি কি সত্যি নাকি মজা করতেছ। ও বললো গাধা আমি মজা করমু কেনো।যা সত্যি তাই বললাম।আমি তো মহাখুশি এ খুশি প্রকাশ করা যাবেনা।তারপর আমি রাব্বি ফোন করি বলি j akta গোলাপ ফুল নিয়ে আয় জলদি। ও কথা থেকে যেনো নিয়ে আসে ফুলটি।আমি জলদি করে নিয়ে লুপাকে বলি দারাও ও দাড়ালো আমি ওকেহাঁটু গেড়ে বসে প্রপোজ করি ও ফুল টা নিয়ে আমাকে জড়িয়ে ধরে।আর কান্না ভাবে বলে আমাকে সেরে জেও না কোনোদিন ।আমি বললাম পাগলী আমি কোনোদিন সর্বনা তোকে। এর পর আমাদের ভালোবাসা চলতে থাকে 1 বসর পর্যন্ত জে, এস, সি এক্সাম শেষ করে আমরা 2 জন একই স্কুল a ভর্তি হই আগের স্কুল ছেড়ে। এখানে এসে লুপার মন বদলে যায় ও আমাকে আর সময় দেয়না।আমি অনেক চিন্তায় পরে যাই।ওর সাথে আমার ঝগড়া হইতো এই বিষয় নিয়ে।ও আমাকে বলত যে ভালো না লাগল আমার সাথে থাইকো না।আমি সে রাতে ঘুমাইনি শুধু ভাবতে থাকি কি হলো ওর ও আমার সাথে
এরকম কেনো করতেসে। ।এরপর হামজা আসে বলতেছে ‘ রাকিব আমি বললে তুই বিশ্বাস করবিনা আজকে লুপারে অন্য সেলের সাথে ঘুরতে দেখলাম ‘ আমি বলি ধুর ও আমাকে ধোঁকা দেবেনা।হামজা বললো আচ্ছা থাক তুই আমি দেখি কি হয়। ও চলে গেলো। যে ছেলের সাথে lupa ঘুরতে গেসিলো সেও আমার বন্ধু।আমি ওকে বললাম তুই নকী লুপর সাথে গেছিলি কই শুনলাম।ও বললো হ্যা আমি গেছিলাম ও আমার গার্লফ্রন্ড ওকে নিয়ে আমি যেতেই পরি।আমি বললাম কি লোপা তোর গার্লফ্রেন্ড।আমি দৌড়ে গিয়ে লুপকে জিজ্ঞেস করি ও যা বললো টা কি সত্যি। ও বললো হ্যা সত্যি আর তোকে আমি চিনিনা। আমি তো পুরাই অবাক এ কথা শুনে।আমি বাসায় আসে রাব্বিকে আর হামজাকেসব কিছু বলি।আর আমি কিছুদিনের ডিপ্রেশন এ চলে যাই।আমি আয় সময় প্রচুর পরিমাণে সিগারেট খাই।রাব্বি আর হামজা আমার এ দসা দেখে অনেক কষ্ট পায়। আমি তারপর থেকে বদলে যাই। লুপার কথা মনে পরলে নিজেকে ধরে রাখতে পারিনা। কান্না আসে পরে তখন। লাইফ এর ফার্স্ট ভালোবাসা ছিলো ও আমার। আজও ওর কথা অনেক মনে পরে।আজ আমি একজন সফল মানুষ লাইফ এ সফল হয়েছি।
ওকে হারানোর কারণে to i নিজের যে ভুল গুলো ছিল সেগুলো বদলে নিয়েছি।যার কারণে লাইফ এ আজ আমি সফল।
Thank u lupa for change me and i love u,,
মেয়েদের সম্পর্কে অজানা ও অবাক করা ২০ টি মজার তথ্য এখনি জেনে নিন !
প্রিয় পাঠক আশা করি অনেক ভাল আছেন ! আমিও ভাল আছি আপনাদের দোয়ায় ! তো আমি আপনাদের মাঝে আজকে ভিন্ন...