আসসালাকুম বন্ধুরা সবায় কেমন আছেন অবশ্যয় সবায় ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের একটা ভিন্ন ট্রপিকস শেয়ার করবো যা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো জমি সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনারা হয়তো জানেন না আপনার বাবার নামে দাদার নামে কতটুকু জমি অাছে আমাদের মধ্যে অনকে অাছে যারা দীর্ঘদিন যাবত দেশের বাইরে অথবা অাপনি জানেন না আপনাদের কোথায় কতটুকু জমি অাছে তো এ বিষয় গুলো অনেকে জানতে চাই কিন্তু সময় সপ্লতার কারনে জানতে পারে না বন্ধুরা এমন যদি হয় আপনি আপনার নিজের মোবাইল মাধ্যমে পারেন যে অাপনাদের কোথায় কতটুকু জমি অাছে আর এসবকিছু জানতে পারেন আপনার মোবাইল মাধ্যমে জানতে পারবেন অনলাইনে তো প্রথমে https://land.gov.bd/ এই লিংকে ক্লিক করেন তারপরে Chorme Browser Select করেন দেখবেন এটা নতুন পেছ অপেন হয়ে যাবে তারপে Google Chorme ডান পাশে যে তিন ডট মেনু অাছে সেখানে ক্লিক করে Desktop Site ক্লিক করে দিবেন তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে কাজটা করা জন্য তা না হলে আপনারা মোবাইল দিয়ে তথ্য দেখতে পারবেন না তারপরে একটু জুম করে নিবেন তারপরে দেখবেন যে অনলাইনে ভূমি সেবার আবেদন সেখানে দেখবেন অার এস খতিয়ান নামের অপশানে ক্লিক করবেন তারপরে দেখবেন একটা নতুন পেছ অপেন হবে সেখানে দেখবেন বিভাগ, জেলা, উপজেল, মৌজা এই চারটি অপশানে প্রথমে অাপনার বিভাগ দিবেন, তারপরে জেলা দিবেন, পরে উপজেলা দিবেন, মৌজা দিবেন তারপরে দেখবেন নিচে চারটি অপশান অাসছে খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী, পিতা- স্বামী বা বাবার নাম অনুযায়ী তো আপনাদের কাছে যদি জমি জমার কোনো ডকুমেন্ট না থাকে তাহলে মালিকানার নাম অনুযায়ী সেখানে ক্লিক করবেন তারপরে দেখবেন নিচে মালিক নামে লেখা অাসছে তো সেখানে যার নামে জমি খুচছেন তার নাম দিয়ে দিবেন দেত্তয়ার পর নিচে দেখবেন যোগ ফল প্রদান করুন তা যোগ করে দিয়ে দিবেন দেত্তয়ার পর খুজুন লেখাতে ক্লিক করবেন তখন দেখবেন নিচে বিভিন্ন জমি মালিকের নাম চলে আসছে সেখানে থেকে আপনি যে নাম খুচছেন তার নামের পাশে পিতার নাম দেত্তয়ার অাছে তা খুজার পর যে আপনাদের কোথায় কতটুকু জমি অাছে এবং খতিয়ান নাম্বার চলে আসবে তারপরে খতিয়ান নাম্বার দিয়ে দেখতে পারবেন যে আপনার বাবার বা দাদার নামে কতটুকু জমি অাছে সব কিছু দেখতে পারবেন। বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ।
সবকিছুতে টিকে থাকতে হলে যে দক্ষতাটি লাগবেই?
যেকোনো পরিস্থিতিতে টিকে থাকা ওতোটা সহজ নয় যতটা ভাবা যায়।বর্তমান বিশ্বে কোনো জটিল সমস্যাকে মোকাবিলা করতে হলে সমস্যার কারণ,সমাধানের উপায়...