মিরপুর ক্রিকেট একাডেমি হলো মিরপুরের মধ্যে সবচেয়ে পুরোনো ও স্বনামধন্য একাডেমিগুলোর মধ্যে একটি।যার প্রতিষ্ঠা হয়েছিল জনাব আলিম ব্যাপারী বাবু স্যারের হাত ধরে ২০০০ সালে।এই একাডেমির অনেক প্লেয়ার এখন ক্রিকেটে অনেক উপর লেভেলে খেলছে।এই একাডেমির বর্তমান কোচ সংখ্যা ৭ জন,এরা হলেন:নয়ন স্যার,ফারুক স্যার,শিবলু স্যার,টুনি স্যার,বাবলি স্যার,মজনু স্যার ও এই একাডেমির সভাপতি জনাব আলিম ব্যাপারী বাবু স্যার এবং ছাত্র সংখ্যা ৬০ জন.সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো মিরপুর ক্রিকেট একাডেমির হোম লীগ সিজন-১ এর নিলাম।যা অনুষ্ঠিত হয়েছে শুক্রবারে।নিচে কয়েকজন নিলামকৃত প্লেয়ার এর নাম ও মূল্য দেয়া হলো:
১.বোরহান (৪৫০০ টাকা,যে কিনা এই একাডেমির সবচেয়ে দামি প্লেয়ার )
২.হৃদয়(৩৯০০)
৩.তুসার (৩৭০০)
৪.শাফিন(৩৭০০)
৫.শাকিল(৩৭০০)
৬.শুভ(২৮০০)
৭.নিষাদ(২৪০০)
৮.অমিয়(২২০০)
৯.ফারুক(১৮০০)
১০.বিজয়(১৫০০)
১১.নিলয়(১২০০)
১২.দিপু(৬০০)
১৩.আকিব(৫৮০)
এই নিলামে আরো অনেকে ছিল যারা সবাই দল পেয়েছে।এই নিলামে ৪৮ জনের নাম উঠেছিল এবং এরা সবাই দল পেয়েছে।রমজান মাসের প্রতি সপ্তাহের শনি,সোম,মঙ্গল,বুধ-এই ৪ দিন ম্যাচ হবে.ম্যাচ হবে সেনপাড়া পর্বতা স্কুলের মাঠে,যা এলাকায় ফকিরবাড়ি ম্যাথ নামেও পরিচিত।মিরপুর-১০.খেলা দেখতে আপনারা সকলে আমন্ত্রিত।কালকে আকর্ষণীয় উদ্ভোধনী অনুষ্ঠান হবে দুপুর ২ তাই ও কালকেই ম্যাচ শুরু হবে.প্রত্যেক ম্যাচ ম্যান অফ টি ম্যাচ থাকবে।টুর্নামেন্ট শেষে বেস্ট বোলার,ফিল্ডার,ব্যাটসম্যান কে পুরস্কৃত করা হবে.তাই আপনারা সকলে এই আকর্ষণীয় টুর্নামেন্টই দেখার জন্য আমন্ত্রিত,যেটা হবে সেনপাড়া পর্বতা স্কুলের মাঠে,মিরপুর-১০.আশা করি সকলের সন্তোষ মূলক অংশগ্রহণ পাবো।
ক্রিকেটের বিশ্ব মঞ্চে বাংলাদেশ
ক্রিকেট বাংলাদেশের আবেগ, অনুভূতি এবং প্রেরণার জায়গা। ক্রিকেট বাংলাদেশের মানুষের আত্তার সাথে মিশে আছে। আমাদের আবেগের জায়গা ক্রিকেট,গর্বের জায়গা ক্রিকেট।ক্রিকেট...