১। একজন মানুষের শরীর এর যত শিরা, ধমনী আছে। সেগুলো কে যদি একটির পর আরেক টি জোড়া দেওয়া হয়, তার দৈর্ঘ্য হবে ৬২০০০ মাইল। অর্থাৎ তা দিয়ে আস্ত পৃথিবী কে প্রায় আড়াই পাক দেওয়া যাবে !!!
২। ইংরেজি শব্দ ভান্ডারের একমাত্র শব্দ হলো CLEAVE যার দুটি সমার্থক শব্দ হলো ADHEAR ও SEPARATE যারা আবার একে অপরের বিপরীতার্থক শব্দ!!
৩। টাইটানিক জাহাজ টি তৈরি করতে খরচ হয়েছিল ৭ মিলিয়ন ডলার। আর টাইটানিক জাহাজ এর ডুবে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি যে সিনেমা সেটি তৈরি করতে খরচ হয়েছিল ২০০ মিলিয়ন ডলার!!!
৪। জানেন কি দেহের কোন অঙ্গে কখনো রক্ত পৌঁছায় না?? উত্তর টা হলো আমাদের চোখের কর্ণিয়া। তাহলে প্রশ্ন আসতেই পারে সেটি সজীব থাকে কি করে?? আসলে এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়।
৫। মানুষের হৃৎপিণ্ড এর পাম্পিং ক্যাপাসিটি এতটাই যে তা রক্তকে প্রায় তিন তলা বাড়ির ছাদ পর্যন্ত পাম্প করে উপরে তুলতে পারে !!!
৬। ক্যাঙারু কে আমরা কে না চিনি। কিন্তু জানেন কি ক্যাঙারু এক লাফে প্রায় ৩০ ফিট পথ অতিক্রম করতে পারে !!!
৭। পৃথিবীর সবচেয়ে প্রচলিত নাম হচ্ছে মোহাম্মদ।
৮। সকল মহাদেশের নাম যে অক্ষর দিয়ে শুরু হয় সেই অক্ষর দিয়েই শেষ হয় !!!
৯। মহিলারা একদিনে পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ চোখের পাতা ফেলে !!!
১০। শারীরিক কারণে শুকর আকাশের দিকে তাকাতে পারে না !!!
১১। যদি আমরা আমাদের পায়ের তলায় একখন্ড পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ঘষি তাহলে কিছুক্ষণ পরেই আমরা সেই পেঁয়াজ এর স্বাদ অনুভব করতে পারব !!!
১২। কুমির তার জিহবা বের করতে বা উঁচিয়ে ধরতে পারে না। ১৩। মানুষ যখন হাঁচি দেয় তখন তার হার্ট এক মিলি সেকেন্ড এর জন্য থেমে যায় !!! ১৪। শামুক টানা তিন বছর ঘুমাতে পারে !!! ১৫। হাতি একমাত্র প্রাণী যে লাফাতে পারে না। ১৬। মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ২০০০ এর কিছু বেশি !!!
ইংলিশ লিটারেচার ১ম বর্ষ (পার্ট-১)
আসসালামু আলাইকুম ( এই পোস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ১ম বর্ষে অধ্যায়নরত বা যারা চিন্তা ভাবনা করছেন ইংলিশে অনার্স করবেন...