যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়া আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
বাংলাদেশ থেকে দু’টি টিভি চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। জিটিভি ও চ্যানেল নাইনে ক্রীড়া প্রেমীরা ম্যাচটি দেখতে পারবেন।
ফ্লোরিডায় এই প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজরা। প্রবাসী বাঙালী অধ্যুষিত ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে সমতায় ফিরতে চায় টাইগাররা।