ভালোবাসা শব্দটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে।আমরা মনে করি ভালোবাসা সারা জীবন সুখ আরে না। এই কথাটা বেশিভাগই সত্য,কারণ আমরা ভালোবাসা ছাড়া আমরা অসহায় হয়ে পড়ি। যখন আমাদের কোন মানুষ আমাদের সাথে প্রতারণা করে তখন আমরা মনে মনে অনেক কষ্ট পেয়ে থাকি।আর আমাদের এই কষ্ট যদি আমরা বুকে চেপে নীরবে কাঁদতে থাকি,তাহলে আমাদের জীবনটা অনেকটা ঘাস ছাড়া মাঠে গরু সরানোর মতো হয়ে যায়। আমরা আমাদের এই জীবনটা অনেক ভালোভাবে বাঁচতে বেঁচে থাক তে শিখব।কারণ আমাদের জীবনের সময়টা অনেক কম আমরা এই সময়টা যদি অনেক কষ্টের ভিতর পার করি।তাহলে আমরা জীবনের আসল যে উদ্দেশ্য জীবনে যে মজা সেটা আমরা পাব না। আর জীবনে আমরা অনেক কিছু পাই আবার অনেক কিছু হারাই, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কেননা আমাদের জীবনে অনেক কিছু আসবে আবার অনেক কিছু হারিয়ে যাবে।তাই আমরা খারাপ দুশ্চিন্তা না করে, ভালো ভাবে বাঁচতে শিখবো। কারণ আমাদের জীবনে দূর চিন্তা না করায় ভালো। আমাদের এই ছোট জীবনে অনেক বিষময় করে তোলে। তাই আমরা আমরা কখনোই দূর চিন্তা করবো না। আমাদের জীবনে খারাপ সময় ভালো সময় আসে। তাই বলে এটা না যে আমাদের জীবনে খারাপ সময় আসলে আমরা ভেঙে পড়বো। আমাদের জীবনে খারাপ সময় আসতেই পারে কিন্তু আমরা শক্ত হতে শিখব আমরা হারতে চিনবো। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এই কথাটা মনে করি আমরা জীবনকে সুখমায় করে তুলি। আমরা যেটা মনে করি যে আমাদের জীবনে ভালোবাসা একবারই আসে এই পুরো পুরি মিথ্যা বলে হামি মনে। কেননা ভালোবাসা হলো নিজের কাছে। এখানে এটা বলা হয়নি যে ভালোবাসা মনের কাছে না। ভালোবাসা অবশ্যই মনের কাছে কিন্তু মনটা আমাদের কাছে।তাই আমরা যেভাবে চালাবো মন কিন্তু সেভাবে চলবে। আমি এখানে এটা বুঝাতে চেয়েছি, যে আমরা আমাদের মনকে যেদিকে নিয়ে যাব মন ঠিক সেদিকে যাবে। আর একটা কথা না বললেই নয়। ভালোবাসা প্রত্যেকের জীবনে আসে। আর এই ভালোবাসা নিয়ে খেলা করা কখনই ঠিক না। আমরা ভালো বাসবো । এই কথাটা খুবই ছোট কিন্তু এই কথাটির যে মানে সেটা বিস্তারিত বলতে গেলে আমার লেখা হয়তো শেষ হবে। তাই আমি বেশি কিছু বলতে আসিনি আমি বলতে চাই যে ভালোবেসে কাউকে ঠকানো এটা কারোর অধিকার না। একটা মানুষ তোমাকে টানা ফোন করেই যাচ্ছে। তুমি দেখে না দেখার ভান করে ফোনটি বালিশের নিচে দিয়ে তুমি ঘুমের রাজ্যে ব্যস্ত থাকো। কিন্তু সেই মানুষটা তোমার টানা ফোন করেই যাচ্ছে। এইভাবে একটা মানুষ তোমাকে ফোন করে যাচ্ছে আর তুমি ঘুমাচ্ছো। কয়েকদিন পরে সামনা সামনে দেখা হলে। তুমি তাকে বললে যে আমি মাঝে অসুস্থ ছিলাম তাই ফোন ধরতে পারিনি। সেখানে ছেলেটি কিন্তু ভরসা পেল। কিন্তু তুমি তো তাকে মিথ্যা কথা বললে কিন্তু ছেলেটি তো সবই সত্য মনে করল। কারণ ছেলেটি সত্যি তোমার অনেক ভালোবাসে। তোমার ভালোবাসে বলে এটা না যে তুমি তাকে এভাবে ঠকাবে। তোমার কোন অধিকার নেই এভাবে ঠকানোর। ভালোবাসো না সেটা ওর সামনা সামনি বলে দিলেই তো হয়। অত কিছু আছে। কোন অধিকার নেই ওকে এভাবে ঠকানো তোমার। আমি বলছি সে এভাবে কাউকে ঠকানো ঠিক না। আশা কআশা করি আমার কথা গুলো ভালো লাগবে। আরভালো লাগলে এই কথাগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই শেয়ার কর।
দ্বিতীয় সপ্তাহের নবম শ্রেণির জীববিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর-
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি ৯ম শ্রেনির জীবববিজ্ঞান অ্যাসাইমেন্ট এর...