আপনি ভবিৎষতে কি পেতে পারেন তার ফল নির্ধারণ হবে বর্তমানের আপনার কর্মকান্ডের মধ্যে দিয়ে।মানুষ চিন্তা করে আমি কেন ওর তুলনায় ভালো নাই.ওর গাড়ি আছে,বাড়ি আছে,দামি ঘড়ি আছে,ওটা আছে,সেটা আছে.আমার কেন এগুলো নেই.অরে ভাই তারা এগুলো পাওয়ার জন্য অতীতে অনেক কষ্ট করেছিল,অর্থাৎ তখন তাদের বর্তমানে তারা পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করে নিজেদের আরাম-আয়েশের ব্যবস্থা করেছে।যা তাদের ভবিৎষতে,অর্থাৎ এখন বর্তমানে পেয়েছে।তাদের মতো কষ্ট করতে পারলেই তো আমরা এই আরাম-আয়েশের জীবন পাবো।আপনি আজকে কি করবেন তার ফল আপনি আগামীতে পাবেন,এখন না.তাই ধৈর্য ধরুন।কষ্ট করুন।সবুর করুন।আল্লাহ আপনাকে এর সঠিক যথাযথ সম্মান ঠিকই একসময় এ দিবে।
সায়েন্টিফিক ক্যালকোলেটরে আই.সি.টি করুন।
আসলামুআলাইকুম৷আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আমরা যারা এই ওয়েব সাইটে কাজ করি তারা প্রায় অনেকেই ছাত্র।আমি নিজেও একজন ছাত্র।আজ...