আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যেটা শুনে হয়তোবা আপনার সতর্ক হতে পারবেন। গল্পটির নাম হচ্ছে বিকাশ থেকে নাহিদ বলছি। গল্পটা লিখেছে আমি নিজে আহাদ আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা গল্পটি দেখে সবাই একটু সতর্ক হবেন।
বন্ধু আর আমি মিলে একসাথে গেম খেলছি। হঠাৎ করে একটা ফোন বেজে উঠল। কিন্তু গেম খেলার সময় ফোনটা আমি মোটেও ধরে না। ফোনটা আমি কেটে দিলাম লোকটি আবারো ফোন দিল। অনেকবার কেটে দেওয়া শর্ত লোকটি শুধু ফোনে দিতেছে। আমি ভাবলাম হয়তোবা খুবই দরকার তাই ফোন দিচ্ছে। ফোনটা ধরলাম। হ্যালো কে বলছেন।
লোকটি তখন আমাকে জবাবে উত্তর দিল বিকাশ থেকে নাহিদ বলছি স্যার আপনার এই ফোনে কি বিকাশ করা আছে।
আমি তার উত্তরে বললাম হ্যাঁ বিকাশ করা আছে
সে তখন আমাকে আরও একটা প্রশ্ন করে বসলো আমার বিকাশে কত টাকা আছে।
আমি তখন তাকে জবাবে তার উত্তর দিলাম হ্যাঁ আমার বিকাশে 600 টাকার মতো আছে।
এবার লোকটি আমাকে বলা শুরু করলো আপনার বিকাশে কিছু প্রবলেমের কারণে আমরা তিন মাসের জন্য আপনার বিকাশ টাকে বন্ধ করে দিচ্ছি। আপনি কি চান আপনার বিকাশ করে নিতে।
আমিও কিন্তু কাঁচা ছেলে না আমি বুঝে ফেলেছি লোকটি আমাকে প্রতারণা ফাঁদে ফেলে আমার 600 টাকা হাতিয়ে নিতে চাচ্ছে আমি বললাম হ্যাঁ অবশ্যই কারন আমার বিকাশে তো অনেক লেনদেন হয় আমাকে তো এক্টিভ করতে হবে কি কি করতে হবে আমাকে।
লোকটি তখন আমাকে বললআপনি যদি এখন একাউন্ট একটিভ না করেন তাহলে আপনার বিকাশ একাউন্টের তিন মাসের জন্য বন্ধ করে দেব এতে আপনি তিন মাস কোন টাকা তুলতে পারবেন না।
আমি লোকটাকে বললাম একাউন্ট একটিভ করার জন্য কি করতে হবে আমাকে।
লোকটি আমাকে বলল আপনার বিকাশে আমরা একটা কোর্ট পাঠাবো।সেই কোডটা আপনি আমাকে দিবেন আমরা কিন্তু জানি আপনার কোডটা কি কিন্তু আপনার কাছে সেই সিমটা আছে নাকি সেটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আপনার কাছে করতে জানতে চাচ্ছি আপনি কি ফোন ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড না বাটন আচ্ছা আমরা যদি ফোন করা অবস্থায় আপনাকে করতে পাঠায় তাহলে কি আপনি কেটে করতে দিতে হবে নাকি ফোন করা অবস্থায় দিতে পারবেন।
আমি কিন্তু আগেই বুঝে ফেলেছি যে তারা আমার সাথে প্রতারণা করছে আমিও কিন্তু কম খারাপ না। আমিও ভালো তাদের সাথে একটু মজা করা যাক।বললাম আপনি আমাকে কোড পাঠান আমি আপনাকে বলে দিচ্ছি আর আপনি আমার একাউন্ট ঠিক করে দেন
তিনি আমাকে কোড পাঠালো এবং সে কোডটা আমার কাছ থেকে জানতে চাইল। আমি ইচ্ছা করে তাদেরকে ভুল করে বলতে ছিলাম।এবং এমন ভান করছিলাম যাতে আমার তার কথা আমি শুনতে পারতেছিনা। আমি সময় লেট করতে ছিলাম কারণ আছে। কারণ বিকাশের কোড দুই মিনিটের বেশি থাকলে সেটা আর ইউজ করা যায় না। তারপর সে আমাকে বলল স্যার আপনার কোডটা ডিজেবল হয়ে গেছে আমরা আবার আপনাকে কোড পাঠাচ্ছি। আমি বললাম হ্যাঁ পাঠান। তারপর সে আমার ফোনে আবারো কোড পাঠালো। আমি আবারো তাকে ভুল কোড দিলাম। এরকম করে আমি চার-পাঁচবার দিলাম সে দেখল আর কোনো কাজ হচ্ছেনা। হয়তো লোকটা বুঝতে পেরে গেছে যে আমি তার সাথে মজা করছি। তখন লোকটা হঠাৎ করে আমাকে বকাবকি শুরু করলো। আমিও তাকে বকা দিলাম এবং তাকে পুলিশে দেওয়ার হুমকিও দিলাম। কিন্তু তিনি আমাকে বললেন তাকে নাকি কেউ ধরতে পারবেনা।
সে আমার কাছ থেকে টাকা নিতে না পারলে আমার একটা ক্ষতি করে দিয়ে গেছিল। ক্ষতিটা হচ্ছে সে আমার বিকাশটা লক করে দিয়েছিল।আমার বিকাশে টাকা আসতেছে বাট আমি যে কাউকে পাঠাবো সেটা পারতেছিলাম না কারণ সে অনেকবার ভুল পাসওয়ার্ড টাইপ করেছে অনেকবার এর কারনে আমার বিকাশ টা বন্ধ করে দেয়া হয়েছিল।
তারপর আমি বিকাশের অফিসে ফোন দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার টাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট টা ঠিক করে নিলাম বাড়ছে দিন যদি আমি আমার রিয়েল কোডটা আবার পাসওয়ার্ডটা বলে দিতাম তাহলে হয়তো সে আমার 600 টাকা মেরে নিয়ে যেত।
যখন আমি বিকাশ অফিস কে এই ঘটনাটা জানালাম তিনি আমার সতর্কতার জন্য ধন্যবাদ জানালেন এবং তার নাম্বারটা নোট করে রাখলেন এবং বললেন বিকাশ কখনোই আপনার কাছে কোড এবং পাসওয়ার্ড চাইবে না।
সো সবাই সতর্ক থাকবেন এবং এরকম প্রতারকদের কাছ থেকে সাবধানে থাকবেন।নিজের পার্সোনাল পাসওয়ার্ড কখনো কারো সাথে শেয়ার করবেন না। ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো সেটা কমেন্টে জানান। গল্পটি আমার নিজের লাইফ থেকে লেখা।
আপনি কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আসুন জেনে নেই দ্রুত সিদ্ধান্ত নেয়ার উপায়।
কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিবেন? আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।এটা সারা জীবন ধরেই করতে হয়। যদি...