আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন।আশা করি স্রষ্ঠার কৃপায় সবাই ভালই আছেন।অনেকেই মনে করেন অনলাইন থেকে আর্ন করা যায় না বা আর্ন করা সম্ভব না। এটা একটা ভুল ধারণা।আমি ব্যক্তি গত ভাবে মনে করি এবং আমি নিজেও অনলাইন থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করি।কারণ অনলাইন থেকে আর্ন করা সম্ভব। আমি কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সার নয়। তবুও দেখুন আমার আয় কিন্তু মোটামুটি খারাপ না।তবে অনলাইন থেকে আয় করতে সামান্য মেধা ও ধ্যর্য লাগে।মেধা না থাকলেও তেমন সমস্যা নাই।তবে ধর্য্য না থাকলে রিয়েল অনলাইন আর্নিং আপনার জন্য নয়।আপনি এখন আসতে পারেন।আর যদি ধর্য্যশীল হন তাহলে আমি বলব আপনি এখান থেকে ভাল একটা কারেন্সি আর্ন করতে পারবেন।আপনি যদি অনলাইন জগতে নতুন হয়ে থাকেন বা এই ব্যপারে একেবারেই অনভিজ্ঞ হয়ে থাকে তাহলে আপনার জন্য আয় করা একটু বেশি কঠিন হতে পারে।তবে সময়ে ব্যবধানে আপনার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয়ে যাবে।আপনি নিজেই বুঝতে পারবেন যে, কি ভাবে বেশি বেশি আর্ন করা যায়। আপনি যদি কোন এপ্স বা সাইডে অর্থাৎ যে কোন আর্নিং প্লাটফর্মে কাজ করতে চান তহলে প্রথমে ঐ প্লাটফর্ম এর রিভিউ ও রেটিং দেখ নিবেন।রিভিউ দেখলে মোটামুটি বুঝতে পারবেন সাইড বা এপ্সটি কতটা ট্রান্সটেড।আর যদি রিভিউ দেখে নেন তহলে আর পরে পস্তাতে হবে না।যদি এমন কোন প্লাটফর্ম পান যেখানে ইনভেস্ট করতে হয়, তহলে ইনভেস্ট করার আগে সতর্ক হয়ে নিন।কারণ আমি দেখেছি এমন অনেক সাইড আছে যে গুলো টাকা নেয়ার পর মানে আপনি ইনভেস্ট করার পর সাইডটাকে আর খুজে পাবেন না। একেবারে যেন উধাও হয়ে যায়।আপনি যত সার্চ করুন বা খুজুন না কেন এই সাইডটা কে আর পাবেন না।আমাদের দেশীয় সাইড গুলোতে আয় খুব কম।সারা দিন কাজ করলে পাঁচ থেকে সাত টাকা আয় করতে পারবেন।আমি আপনাদের কাজ করতে নিষেধ করছি না! আপনারা অবশ্যই কজ করবেন।তবে খেয়াল রাখবেন যেন কাজের তুলনায় পারিশ্রমিক কম না হয়।বিদেশি সাইড গুলোতেও ভাল মন্দ দেখে শুনে কাজ করবেন।আমি আরো অনেক সাইডে কাজ করি। এবং সব গুলোই ট্রাসটেড সাইড। সামনে আপনাদের মাঝেও শেয়ার করব যাতে আপনারা লভবান হন। আপনাদের করো যদি অনলাইন বিষয়ক কোন সমস্য থাকে বা কিছু জানতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন।আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব।পোস্টটি পড়ার জন্য আবার ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।মানুষ মাত্রই ভুল হওয়া সাভাবিক। আশা করি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
Taskey অ্যাপ থেকে আনলিমিটেড ইনকাম করুন। ক্যাপচা টাইপ করে নিউজ পড়ে ও ভিডিও দেখে ইনকাম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এই পোস্টে অনলাইন থেকে ইনকাম করার অনেক ভালো একটা অ্যাপ শেয়ার করব। তাই যারা অনলাইন থেকে...