আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশা করি সবাই ভাল আছেন।আপনারা সবসময় ভাল থাকেন এটাই কাম্য।আপনারা যেন আরো ভাল থাকতে পারেন তার জন্যই আপনাদের জন্য নিয়ে এলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং আপনাদের কিছু অফার এর খবর।এমন সব অফারের খবর আমরা আপনাদের দেই যে যেগুলা চাইলেও আপনারা সবসময় পাবেন না।ইন্টারনেট ছাড়া যেন আমাদের লাইফ এখন প্রায় অচল হয়ে গেছে।যারা ফোন ইউস করেন তাদের যেন ইন্টারনেট ছাড়া একটা দিন ও চলবেনা।অনেকে তো কম এমবির প্যাকে চলেই না।তো যারা অনেক বেশি মেগাবাইট ইউস করেন তাদের জন্যই আজকের অফার টা খুব বেশি কাজে লাগবে।তবে অফার টা শুধুমাত্র বাংলালিংক প্রিপেইড গ্রাহকদের জন্য।
সবচেয়ে খুশির খবর হচ্ছে এই অফার কিন্তু সবাই পাবেন।তবে কতবার নিতে পারবেন সেটা এখনো কনফার্ম করেনি বাংলালিংক।তবে যা দিয়েছে সেটাই বা কম কিসের।তাহলে এখন জেনে নিই এই অফার পেতে ঠিক কি কি করা লাগবে সবার –
-একটা বাংলালিংক সিম একটিভ থাকতে হবে।
-আপনাকে ১২৯ টাকা রিচার্জ করতে হবে।
-রিচার্জ করার পরেই আপনারা ৬জিবি ডাটা +৬জিবি বোনাস ডাটা পেয়ে যাবেন।তাহলে মোট আপনি ১২ জিবি নেট পেয়ে গেলেন।
-আপনি যদি রিচার্জের মাধ্যমে নিতে না পারেন তাহলে চিন্তার কিছু নেই।আপনি ডায়াল কোডের মাধ্যমে নেট কিনতে পারবেন।
-কোডের মাধ্যমে কিনতে আপনার ডায়াল করতে হবে *৫০০০*৫৭৭#
-ডায়াল করার সাথে সাথেই পেয়ে যাবেন আপনার বোনাস সহ মোট ১২ জিবি ইন্টারনেট।
-এই সকল নেটের মেয়াদ থাকবে ৭ দিন।৭ দিন পরেই সকল অফার শেষ হয়ে যাবে।
-তাই ৭ দিনের ভেতর ইচ্ছামত নেট ব্যাবহার করে শেষ করে ফেলুন।
যদি শেষ করতে না পারেন তাহলে আপনার সকল নেট শুন্য হয়ে যাবে ডেট শেষ হবার সাথে সাথেই।
আমার কাছে মনে হয়েছে যারা অনেক বেশি নেট ব্যাবহার করেন তাদের জন্য এই প্যাক অনেক বেশি কাজে দিবে।
আপনাদের জন্য সকল অফার ছাড়া মাত্রই আপনাদের জানিয়ে দেই।আপনারা সকাল অফার ই জানতে পারবেন গ্রাথোর এর মাধ্যমে।তাই সবসময় গ্রাথোর এর সাথেই থাকুন।এই অফার যদি ভাল লেগে থাকে তাহলে যত সম্ভব তত বেশি শেয়ার করুন।আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। যত বেশি জানবে তারা তত বেশি আগ্রহী হবে।
আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো ধামাকা অফার নিয়ে। ততবার সবাই সাথেই থাকুন আর উপভোগ করুন নতুন নতুন সব অফার গুলো।
আল্লাহ হাফেজ
এয়ারটেল সিমে 24 টাকায় 1 জিবি
বিসমিল্লাহি রহমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি...