আমি রাব্বি
আমরা সকলে ফেসবুক মেসেঞ্জার সম্পর্কে জানি। আর এই মেসেঞ্জার আর ফেসবুকের কারণেই আমার জীবনে চলে আসে একটি ভালো দিন। ফেসবুকে কথা হয় এক অজানা মেয়ের সাথে নাম তার শামীমা। কথা হওয়ার একপর্যায়ে জানতে পারি যে সেও আমার মত ঢাকায় থাকে। আবার সে আমার পাশে এলাকায় থাকে কিন্তু আমি কাল বাড়ি চিনিনা সে আমাকে কোনমতে বলতে রাজি না তার আসল পরিচয় সে আমাকে জানিয়েছে যেটা তার অন্য একটি ফেক আইডি । আমি অনেক চেষ্টা করে এটা জানার জন্য যে আসলে সে কে কিন্তু আমি জানতে পারি না। কথা কথা থাকে অপরিচিত মানুষের সাথে যাকে না আমি চিনি কিন্তু তার সাথে কথা বলতে কেমন যেন ভাল লাগত অনেক। আমাদের মাঝে কথা হতো প্রায় দিনই এমন কোন দিন বাদ যেত না যেদিন আমরা কথা বলিনি। আমি ওকে হাসানোর চেষ্টা করতাম ও আমাকে হাসানোর চেষ্টা করত এভাবে দুজন একে অপরের সাথে কথা বলতে থাকি এবং আমার মনে তার জন্য এসে পড়ে একটু ভালোবাসা। কিন্তু মনকে বলি যে কে সে তাকে তো আমি চিনিনা তো তার প্রতি ভালোবাসা আসলে আমার কি হবে আমিতো তাকে কোনদিন পাব না। হঠাৎ একদিন শামীমা আমাকে বলল তোমার নাম্বার দাও আমি তোমার সাথে ফোনে কথা বলবো আমি নাম্বারটা দিয়ে দিলাম তো আমাকে ফোন দিল ফোন দিয়ে প্রায় এক ঘণ্টার মত কথা বললাম কথা বলার পরে দেখলাম ও মনে হয় আমাকে একটু ভালোবাসে তাই আমি আর দেরি না করে তারপরের দিনই ওকে ফোন করলাম আর বললাম শামীমা আমি তোমাকে ভালোবাসি ও বললো হ্যা কি বলছ তুমি এগুলা এগুলো সম্ভব না আমি শুধু তোমার ফ্রেন্ড আর কিছু না। আমার মন ভেঙে গেল আমি বললাম সরি ভুল হয়ে গেছে ও বলল আরে পাগল আর একটু আগে বললে কি পারতে না আমিও তোমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বলল তুমি আমার চেহারা না দেখে আমাকে ভালোবেসে ফেললে আমি বললাম হ্যা তোমার কথা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনেক যদি তুমি চাও তোমার চেহারা না দেখে সারা জীবন ভালোবেসে যাবো বলল তা করতে হবে না কিছুদিনের মধ্যেই আমি আর তুমি দেখা করব আমি বললাম কবে ও বলল অপেক্ষা করো সময় আসবে এরকমভাবে আমাদের কথা চলতে থাকলো অনেকদিন পর্যন্ত পরান একদিন বললাম চলো না দেখা করি ও বলল আচ্ছা কালকে দেখা করবো বললাম কোথায় ও বলল আমাদের বাড়ির পিছনে তোমাদের বাড়ি তো আমি চিনিনা ফোন করে জানিয়ে দেবো আমি বললাম আচ্ছা।পরের দিন ও আমাকে ফোন করল এবং আমার বাড়ির পেছনে ডাকলো আমি বাড়ির পিছনে গিয়ে দাঁড়ালাম এবং দেখলাম আমার একটি কাছের বন্ধু আনিকা ও দাঁড়িয়ে আছে আনিকা তুই এইখানে
ও বললো হ্যা কি হইছে । আর তুই এখানে কি করছিস আমি বললাম আমি একজনের সাথে দেখা করতে এসেছি কার সাথে শামিমার সাথে আমার নাম হ্যা তুই কি করে জানলি। ও বলল আরে পাগল এতদিন যার সাথে কথা বলতে ছিলি সে তো আমি। আমি বললাম কি তুই কি মজা করছিস নাকি আমার সাথে আরে না আমি তোকে সামনাসামনি বলতে পারি নাই তাই এইভাবে বলছি আমি তোকে অনেক ভালোবাসি রে। তখন আমার আর কি করার ওয়াদা যখন দিয়েছি ভালোবাসবো সারা জীবন না দেখে তো আর কি করার আমিও হ্যাঁ বলে দিলাম ও বললো তো আমার সাথে আর তুই করে কথা বলবি না আমিও বললাম আচ্ছা্। এভাবে কেটে যায় পাঁচটি বছর এবার আমরা আমাদের একটি সুখের সংসার করে নেই মা-বাবার ইচ্ছাতেই বিয়ে আমাদের আর আমরা একটি সুখী পরিবারের পরিণত হয়
চোখ আর চুল নিয়ে কবিতা
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যে যে...