ফারাবির অবস্থা গভীর সংকটাপন্ন, এখনো সে ICU তে!!
সকালে কেবিনের বেডে ঘুমিয়ে ছিলাম, হটাৎ ফারাবির কয়েকজন বন্ধু আমার কেবিনে দৌড়ে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে ফারুক ভাই ফারাবি আপনাকে দেখতে চাই। আমি নিজেও হাঁটতে পারি না ভালোভাবে তবুও না বললাম না, তাদের বললাম হুইলচেয়ার নিয়ে এসো আমি যাবো তাকে দেখতে। হুইলচেয়ারে বসে ফারাবিকে দেখতে গেলাম ICU তে, তার বেডের পাশে হুইলচেয়ারে বসে আছি আর সে আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। আমার প্রচন্ড কান্না আসছিল তবুও অনেক কষ্টে কান্নাটা সংবরণ করলাম কারন যাতে আমাকে দেখে সে সাহস পায়। তার হাতে হাত রেখে বললাম ভাই কষ্ট পেয়ো না আর টেনশনও করিও না দেশের মানুষ আমাদের জন্য দোয়া করতেছে দ্রুই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর আমাদের এই ত্যাগের জন্য যদি দেশ মুক্তি পাই তাহলে ত্যাগ স্বীকার করবো আমরা এসব বলে তার হাতে চুমু খেয়ে আইসিইউ থেকে বের হয়ে আসলাম আর ভীতরের গভীর কান্নাটা থামছে না।
(গণমাধ্যমকে বলবো প্লিজ ভুয়া নিউজ পাবলিশ করবেন না, ফারাবি এখনো ICU তে; তার অবস্থা গভীর সংকটাপন্ন)
মিশন সেইভ বাংলাদেশ এ সাকিব আল হাসান
মানবতা যখন সংকটের মুখে পড়েছে তখনি বার বার কিছু কিছু যোদ্ধা বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছেন।তারা এগিয়ে এসেছেন...