আমরা যেকোনো মানুষ যে ক্লাসেই পড়াশোনা করিনা কেন সকলেরই প্রায় পড়া ভুলে যাবার প্রবণতা রয়েছে। লেখাপড়া এমন একটি বিষয় যা কারো কারো কাছে হয়ত সহজ আবার কারো কারো কাছে খুবই কঠিন। সাধারণত গবেষণামতে একজন মানুষ তার মস্তিষ্কের শতকরা ৫ থেকে ৭ ভাগ ব্যবহার করতে পারে। বিজ্ঞানীদের ক্ষেত্রে তা হতে পারে ১৫ ভাগ। অনেক শিক্ষার্থীই পড়াশোনা শিখেও পড়া মনে রাখতে পারে না। তাই আজ পড়া মনে রাখার কিছু টিপস তুলে ধরা হলো। ১.আত্মবিশ্বাস :আত্মবিশ্বাস যেকোনো ধরণের কাজে সফলতার প্রথম এবং প্রধান শর্ত। মনকে বোঝাতে হতে যে পড়াশোনা খুবই সহজ। আপনি পড়লে আপনি পারবেন। শুধুমাত্র এইটুকু আত্মবিশ্বাসের ফলে আপনি অনেক কঠিন পড়াও খুব সহজে মনে রাখতে পারবেন। ২.কনসেপ্ট ট্রি হলো পড়া মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। আপনি কনসেপ্ট ট্রি করেও পড়া সহজে মনে রাখতে পারবেন। ৩.যেকোনো বিষয়ের কি ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন। ৪.আপনি পড়ার সময় যেকোনো ধরণের কালী ব্যবহার করতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনার নজরে টানবে বেশি এবং পড়া মনে রাখতে সুবিধা হবে বেশি। ৫.আপনি পড়ার পাশাপাশি নোট তৈরী করতে পারেন। যদি পড়ার আগে লিখার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে সেই পড়া ভুলে যাবার সম্ভাবনা খুবই কম থাকে। ৬.আপনি উচ্চস্বরে পড়াশোনা করলে সেই পড়া ভুলে যাবার সম্ভাবনা খুবই কম থাকে। ৭.নতুন পুরানের সংমিশ্রণ রেখে পড়বেন। কারণ একদম নতুন কিছু ধারণ করতে গেলে মস্তিষ্কের বেগ পেতে দেরি হয়।
মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট উত্তরঃ মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে। কারণ মাটির কলসিতে পানি বাষ্পায়নের মাধ্যমে বের হয়ে...