আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভাল আছেন, বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যেটি আপনাদের মোবাইল কে আরো সুন্দর করে তুলবে বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের নেভিগেশন বাড়ে আপনাদের নাম অথবা আপনাদের ছবি সেভ করতে পারবেন, এটা দেখে সবাই চমকে যাবে. অবশ্য এটা চমকে যাওয়ার মতই কাজ.এ কাজটা করার জন্য আপনার ফোন কখনোই রুট করতে হবে না . https://play.google.com/store/apps/details?id=com.bhanu.smartnavbarfree বন্ধুরা আর কথা না বাড়িয়ে এই লিঙ্ক থেকে অ্যাপসটি প্লে স্টোর থেকে এখনি ডাউনলোড করে নিন. ডাউনলোড করার পরের দুটি পারমিশন চাইবে ঠিকঠাকভাবে পারমিশন গুলো দিয়ে দিন যদি ঠিকঠাক ভাবে না দিন তাহলে এটা কাজ করবে না. তারপর আপনার নিচের দিকে দেখবেন অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে. সেখানে ক্লিক করে আপনি আপনার পছন্দমত একটি নাম দিয়ে দিবেন. তারপর নিচের দিকে দেখবেন টেক্সট সাইজ এ রকম কয়েকটি অপশন আছে আপনি আপনার ইচ্ছামত টেক্সট গুলো এডিট করে নিবেন. তারপর উপরে দেখবেন অন নামে একটা অপশন আছে সেটা অন করে দেবেন তারপর আপনার নেভিগেশন বারে আপনার নাম চলে আসবে. আপনি যদি চান আপনার ছবি এডিট করবেন তাহলে উপরে স্লাইডশো অপশনটা আপনি একটু ডানদিকে স্লাইড করে নেবেন তারপর দেখবেন চয়েজ ফটো নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে আপনি আপনার ছবি সিলেক্ট করে দিবেন তারপর আবার অফ করে অন করে দেবেন তাহলেই কাজ হয়ে যাবে.
বন্ধুরা আমাদের ট্রিক্সগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে
ফেসবুকে অটো রিপোর্ট করার ট্রিক
ফেসবুকে অনেক আইডি, গ্রুপ বা পেজ আছে যারা ফেসবুকে অশ্লীলতা, গুজব, ধর্ম অবমাননা করছে এবং ছড়াচ্ছে এদের জন্য অবশ্যই পদক্ষেপ...