আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আজকে আমি আপনাদের পৃথিবীর মতো নতুন একটি গ্রহের সন্ধানের কথা বলব।
আমরা জানি জীবের অস্তিত্ব রয়েছে সৌরজগতে এমন একমাত্র গ্রহ আমাদের পৃথিবী,আর কোন গ্রহে জীবের অস্তিত্বের সন্ধান মেলে নি।তবে বিজ্ঞানীরাও থেমে থাকেন নি,তারা নিরলস প্রচেস্টা চালিয়ে সৌরজগতে আমাদের পৃথিবীর মতো প্রাণের অস্তিত্বসম্পন্ন গ্রহের খোঁজ দিয়ে চলেছেন।অনেকেই আশা করছেন,সম্ভবত নিকট ভবিষ্যতেই আমরা এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর দেখা পাব।বিশেষ করে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যে অভূতপূর্ণ অগ্রগতি হয়েছে,তাতে আমরা সৌরজগতে একেকটি নতুন নতুন গ্রহের সন্ধান পাচ্ছি।সেইসাথে প্রাণের অস্তিত্বসম্পন্ন গ্রহেরও দেখা পাচ্ছি।বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্হা গবেষণা চালিয়ে এসব গ্রহের সন্ধান দিয়ে যাচ্ছে আমাদের কাছে।যদিও সেসব গ্রহে পরে প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় নি।তারপরও বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।তেমনই পরিশ্রমে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন নতুন এক গ্রহের।এটিতে পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে বলে তাদের দাবি। গ্রহটির তারা নাম রেখেছেন ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭।বিজ্ঞানীরা প্রথমে চিলি থেকে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটির সন্ধান পান।পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপের মাধ্যমে চিলি,অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে তারা দেখেন।তারপর শুরু হয় বিস্তর গবেষণা।গবেষণাতে তারা দেখতে পান,এই গ্রহের আবহাওয়া থেকে শুরু করে সবকিছুই আমাদের পৃথিবীর মতো।বিজ্ঞানীরা বলছেন,এই গ্রহটি পৃথিবী ও নেপচুন গ্রহের মধ্যবর্তী জায়গায় অবস্হিত।গ্রহটির নক্ষত্র আমাদের সূর্যের চেয়েও ছোট।এছাড়া গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে।গবেষক দলের প্রধান হেরেরা মার্টিন জানান,আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টেলিস্কোপ দিয়ে গ্রহটির উপর নজর রাখছি।দেখছি গ্রহটিতে দিনরাত কিভাবে হচ্ছে।গ্রহটির নানা বৈশিষ্ট্য ও সিস্টেমগুলি জানার চেষ্টা করছি।তবে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।এই নিয়ে আরো গবেষণা করার পরই জানা যাবে এটিতে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা।এর আগেও নাসার বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব সম্পন্নকারী গ্রহের খোঁজ দিয়েছেন।তবে সেগুলোতে পৃথিবীর মতো বৈশিষ্ট্য থাকলেও প্রাণের অস্তিত্ব মেলে নি।
বন্ধুরা,আমার পোস্টটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।