তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে নানা রকম প্রভাব ফেলেছে। যেমন আগের যুগে যদি কেউ মারা যেতো তাহলে চিঠি লিখে পায়রার বা কবুতরের পায়ে করে মানুষ চিঠি লিখে অন্যকে জানাতো তাতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগতো। কিন্তু এই যুগে আর পায়রা বা কবুতরের। চিঠি পাঠানোর জন্য দরকার নেই কারণ এখন প্রতিটি বাড়িতে মোবাইল ফোন ব্যবহার করে। এখন যদি কেউ মারা যায় তাহলে পাঁচ মিনিট সময় লাগবে না তাকে জানাতে।আর আগের যুগে লোকজনেরা আত্তিয়োর বাড়িতে গেলে গরুর গাড়ি বা হেঁটে যেতে হতো। কিন্তু এখন মটর বাইক্ বা চার্জার ভান দিয়ে আত্তিয়োর বাড়িতে যেতে। গরুর গাড়ি থেকে খুবি কম সময় লাগবে ।আর দুরের কোথায়ও যেতে হলে যেমন ঢাকা সিলেট চট্টগ্রাম ইত্যাদি জায় গায় বাসে করে যেতে হবে বা টেনে করে যেতে হবে। কিন্তু আগের যুগের মানুষ হেঁটে বা গরুর গাড়ি বদলে বদলে যেতে হয়েছে এসব দুরের জায় গায়। আপনি যদি কোনো জায় গায় যেতে চান। আগের যুগের মানুষ কোথায় যেতে লাগলে। রাস্তা চিনা না থাকলে মানুষের কাছে থেকে শুনে শুনে এগোতে হতো কিন্তু এখন আপনার কাছে যদি ইশমাট ফোন থাকে তাহলে আপনি জিপিএস এর মাধ্যমে যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন।শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবী তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘিরে রেখেছে। একটি শিশুর কাছে যদি মোবাইল ফোন থাকে তাহলে তাকে খোঁজে পাওয়া খুবি সহজ ব্যাপার।শিশুটি যদি মোবাইল রিচিপ করতে না পারে তাহলে ও তাকে খোঁজে পাওয়া যাবে।কি করে দেখুন । শিশু টির কাছে মোবাইল আছে মানে তার মোবাইলে সিম কার্ড আছে।তার মানে সিম কার্ডের নাম্বার শিশু টির মা বাবার কাছে আছে সেই নাম্বার নিয়ে মোবাইল কোম্পানিতে যেতে হবে এবং নাম্বার টি দিয়ে বলতে হবে এই ফোন টি কোথায় আছে তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বলে দিবে।আর যদি মোবাইলে সিম কার্ড না থাকে তাহলে ও তাকে খুঁজে পাওয়া যাবে মোবাইলের কাটুন মানে মোবাইলের বক্স মোবাইল কোম্পানিতে নিয়ে গেলে । মোবাইলের ব্যাটারির নিচে একটা নাম্বার থাকে সেই নাম্বার ট্যাগ করে অই মোবাইল পাওয়া যাবে । মোবাইল পাওয়া গেলে শিশু টিকে পাওয়া যাবে ।আর যদি শিশু টির কাছে মোবাইল না থাকলে কিছু করার নেইতথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে মানুষের বিশাল বড় একটি উপ কারিত প্রযুক্তি এটি যে চালাতে যানে সে মোবাইলে অনেক কাজ করতে পারবে ।গারি বানাতে পারেন। রোবট বানাতে পারবে। না না ধরনের খেলার জিনিস তৈরি করতে পরবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি না থাকলে মানুষ অচল বললেই চলে এই জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে দরকার আমার সবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে নানা রকম কাজে লাগাবো
একুশ শতকে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আমরা জানি,পৃথিবীর মানুষকে এক সময় বেছে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করতে হতো।মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির ওপর...