• ছেলেরা মেয়েদের চেয়ে বেশি
আবেগপ্রবন ,
যদি সে সত্যিই কাউকে ভালবাসে।
• একটি ছেলের সারা দিন অনেক মেয়েরে সঙ্গে
থাকে,
দিনের শেষে ফ্লার্ট করতে পারে তবে
যখন সে
ঘুমোতে যায়, তার মনের মানুষটির কথাই
ভাবে।
• ভালোবাসার মানুষের একটু হাঁসির জন্য
অনেক
কিছুই করতে পারে।
• এবং ছেলেটি সর্বদা তাকে চাইবে
ভালবাসার মানুষটি ঠিক তার সাথেই আছে
সব সময়
কথা বলুক।
• ছেলেরা আসলে অনেক বেশি সংবেদনশীল
যতটা কেউ ভাবেনা।
যদি ছেলেটি বলে তবে আমি কিছুটা একা
থাকতে
দাও মানে “তুমি তাকে ছেড়ে দাও
যাওয়া
না, কাছে থাকুন। ”
• এটা ঠিক ছেলেরা সম্ভবত তাদের নিজস্ব ভুল
নিজেরাই দেখতে পারেনা (সমস্ত মানুষই এরকম
কম
আর বেশি)হয়তো একটু একগুয়ে হয়, কিন্তু এক
জনের কাছেই সে নিজের সব ভুল মাথা
নুয়িয়ে
স্বীকার করে নিবে যাকে সে
ভালোবাসে।
শুধু মাত্র মেয়েরাই ছেলেদের একমাত্র
দুর্বলতা
যখন একটা ছেলে রাতে ঘুম থেকে জেগে সময় বা স্বাস্থ্য
কিছু না ভেবে আপনার সাথে কথা বলবে
তখন
এটাই ভাবা উচিৎ যে
সে
তাকে অনেক বেশী পছন্দ করে এবং সবসময়
তার
কাছে থাকতে চায়।
ভয়ংকর ভুতের গল্প। সেদিন রাতে। এপিসোড -১।
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশা করি সবাই অনেক ভাল আছেন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে সত্য ঘটনা অবলম্বনে রহস্যময় ভূতের...