বাংলা চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্নে মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন সঙ্গীতবিষয়ক জনপ্রিয় চ্যানেল গানবাংলার স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে গানবাংলা আয়োজিত ‘শান্তির জন্য গান’ শীর্ষক একটি জমকালো অনুষ্ঠানে নিজেদের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘টিএম ফিল্মসের’ উদ্বোধন করেন এ দম্পতি। আর সেখানেই নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন তাপস মুন্নি দম্পতি। তারা জানান তাদের নতুন স্বপ্ন ‘টিএম ফিল্মস’। বাংলাদেশের চলচ্চিত্রের মানোন্নয়নে কাজ করবে এ প্রতিষ্ঠান। গানবাংলার কর্ণধার তাপসের আহবানে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের নামী দামি তারকারা। এ তালিকায় আছেন ঢালিউড কিং শাকিব খান, রিয়াজ, ফেরদৌস,আরেফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়ামের মতো তারকা। ছিলেন এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়ক নাইম। নায়িকাদের মধ্যে ছিলেন পরিমণি,শবনম বুবলি, মিম, মম, আইরিন ও অধরা। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বলিউডের হার্টথ্রব নায়িকা নারগিস ফাখরি। বাংলাদেশের তারকাদের সাথে একমঞ্চে দাঁড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন হালের এ বলিউড সুপার স্টার। এক মঞ্চে যখন সব তারকারা দাঁড়িয়ে তখনই কৌশিক হোসেন তাপস জানালেন তার স্বপ্নের কথা। চলচ্চিত্রকে নিয়ে তার ভাবনার কথা। তিনি জানালেন টিএম ফিল্মস তার নতুন স্বপ্ন। এ প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের ঘোষণা দিয়ে তিনি সকলের সহযোগিতা চান। এ সময় ঢাকাই ছবির কিং শাকিব খানকে উদ্দেশ্য করে তার সম্মতির বিষয়ে জানতে চাইলে শাকিব খান জানান টিএম ফিল্মসের ডাকে তিনি সবসময় সাড়া দেবেন এবং তার শিডিউল ফাঁকা রাখবেন। এ দিকে শাকিব খান ও নারগিস ফাখরিকে এক মঞ্চে ও অডিয়েন্সে পাশাপাশি বসা দেখে অনেকের মনেই কৌতুহল জেগেছে তাহলে কি শাকিবের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন নারগিস? অনুষ্ঠানের উপস্থাপিকাতো এমন প্রশ্ন করেই বসেছেন। এক্ষেত্রে দুজনেই কুশলী উত্তর দিয়েছেন ‘ব্যাপারটা সিক্রেটই থাক।’ তবে এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত যে শাকিবের পরবর্তী ছবির নায়িকা হবে যাচ্ছেন বলিউড হিরোইন নারগিস ফাখরি। আর এটা হতে পারে সদ্য ঘোষিত টিএম ফিল্মসের ব্যানারেই! জমকালো এ অনুষ্ঠানের সাংস্কৃতি পর্বে ছিল আরো চমক। এ পর্বে গান পরিবেশন করেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কৈলাস খের ও অদিতি সিং শর্মা । সাথে কৌশিক হোসেন তাপস এবং তার ‘উন্ড অব চেঞ্জ’এর শিল্পীরাতো আছেনই। শুধু তাই নয় অনুষ্ঠানের উপস্থাপনায়ও ছিল চমক। তারকাবহুল এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতের শিনা চৌহান। অনুষ্ঠানে আগত সকল অতিথি কৌশিক হোসেন তাপসের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের যাত্রাকে স্বাগত জানিয়ে শুককামনা জানান। সবাই আশা প্রকাশ করেন উইন্ড অব চেঞ্জ এর মাধ্যমে গানকে যেমন একটা নতুনত্ব দান করেছেন তেমনি চলচ্চিত্রের এই দুঃসময়ে তাদের ছবি নির্মাণের ঘোষণাও ইতিবাচক ভূমিকা রাখবে । উল্লেখ্য দীর্ঘদিন ধরে নিজের চ্যানেল গান বাংলা’র মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় গানগুলোকে নতুন মিউজিক কম্পোজিশনের মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ করে চলেছেন কৌশিক হোসেন তাপস। এ প্রক্রিয়ায় তিনি সঙ্গে রেখেছেন বিশ্বের নামকরা সব মিউজিশিয়ানদের। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের কাছে গানবাংলা চ্যানেল অন্যরকম গ্রহণযোগ্যতা লাভ করতে সক্ষম হয়েছে। এখন ছবি নির্মাণে কতটা সফলতার স্বাক্ষর রাখতে পারেন সেটাই দেখার বিষয়।
Mahmudur Rahman Himi’s Valentine’s Day at 4 Natok
The busyness of the artists and producers is at its peak around the special day. Even so, owning one is...