আজকাল প্রত্যেকের জীবনে সবাই তার নিজ নিজ কাজে খুবই ব্যস্ত। যখন মানুষ তার দৈনন্দিন ব্যস্ততায় অতিষ্ঠ হয়ে ওঠে তখন একটু শান্তির জন্য ছুটে পড়ে কোন না কোন প্রকৃতির রাজ্যে।যেখানে মানুষ পায় শান্তি এবং তার দৈনন্দিন কোলাহলমুক্ত পরিবেশ প্রকৃতির অপার সান্নিধ্যে ছুটে যাওয়ার তীব্র অনুভূতি। কুমিল্লা ঢাকা শহর থেকে শুধুমাত্র ৯৭ কিলোমিটার এর দূরে অবস্থিত। তাই আপনি কুমিল্লা যেতে চাইলে একদিনে গিয়ে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে কুমিল্লা যাবার উপায় হলো সড়ক পথ,রেলপথ,নৌপথ। ঢাকা থেকে কুমিল্লায় সড়কপথে যেতে চাইলে আপনি তিশা,রয়েল, এশিয়া বাসযোগে যেতে পারেন। এইসব বাসে জনপ্রতি ভাড়া নিতে পারে ১৫০ থেকে ২৫০ টাকা। আপনি রেল পথেও কুমিল্লা যেতে পারেন। সেইজন্য আপনাকে কমলাপুর রেলষ্টেশন থেকে কুমিল্লার ট্রেন ধরতে হবে।আপনি যদি প্রকৃতিপ্রেমি হউন তাহলে কুমিল্লা হতে পারে আপনার প্রকৃতির সাথে আত্নার মেলবন্ধন।কুমিল্লায় ঘুরে দেখার মত অনেক স্থান রয়েছে। আজ আমি আপনাদের কুমিল্লার কয়েকটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি প্রথমে কুমিল্লা সেনানিবাসে নেমে ঘুরে আসতে পারেন ওয়ার সিমেট্রি থেকে। ওয়ার সিমেট্রিতে রয়েছে ২য় বিশ্বযুদ্ধে নিহত শহীদদের সমাধি স্তম্ভ।তারপর আপনি একটু সামনে গিয়ে ঘুরে আসতে পারেন রানীকুঠির থেকে। তারপর আপনি যাত্রা করতে পারেন কুমিল্লার কোঠবাড়িতে। কোঠবাড়িতে রয়েছে শালবন বিহার। শালবন বিহারে রয়েছে রাজা ধর্মপালের স্নৃতি বিজড়িত রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। শালবন বিহারের পাশেই রয়েছে জাদুঘর। যেখানে রাজা ধর্মপালের ব্যবহৃত অনেক জিনিসপত্র যা আপনাকে ইতিহাসের সাথে মেলবন্ধন করিয়ে দিবে।শালবন বিহার কোটবাড়ির উল্লেখযোগ্য স্থান। এছাড়াও কোটবাড়িতে রয়েছে বাংলাদেশ রুলার ডেভেলপমেন্ট সেন্টার যা বার্ড নামে পরিচিত। বার্ড এ রয়েছে নিলাচল পাহাড় যেটা আপনাকে প্রকৃতির সাথে মেলবন্ধন করিয়ে দিবে দুহাত ভরে।তারপর আপনি ঘুরে আসতে পারেন কুমিল্লা শহর থেকে। কুমিল্লা শহরে রয়েছে কুমিল্লা ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম,তার পাশে রয়েছে ধর্মসাগর,রয়েছে রাণি কুঠির। যা ইতিহাসকে জানান দেয়। তারপর আপনি যেতে পারেন কাজী নজরুল ইসলাম এবং প্রমিলা দেবীর স্নৃতি বিজরিত দৌলতপুরে। যেতে পারেন একসময়ের প্রখ্যাত সুরুকার আরডি বর্মনের বাড়িতে। ঘুরে আসতে পারেন লাকসামে যেখানে রয়েছে লাকসামের প্রথম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বাড়িতে। আপনি যদি ইতিহাসপ্রেমি হয়ে থাকেন তাহলে কুমিল্লা হতে পারে আপনার ঠিকানা। কুমিল্লা শুধুমাএ ঐতিহাসিক শহর হিসেবে বিখ্যাত কিন্তু নয়। কুমিল্লায় বিখ্যাত আরও দুটি জিনিসের তা হলো খাদি কাপড় এবং রসমালাই। জীবনে যদি একবারো কুমিল্লায় আসেন তাহলে রসমালাই খেতে ভুলবেন না। তাই জীবনের আহবানে প্রকৃতির ডাকে আপনি ঘুরে আসতে পারেন কুমিল্লায়।
Jovan-Mehzabin in the play “Best Friend-3”
Jovan Ahmed and Mehjabin Chowdhury are two of the most popular actors in the current generation of TV dramas. It...