সাগরের বিশালতা আর উত্তাল ঢেউ
ঠান্ডা বাতাসের সাথে,
ভেসে যাবে
মনের কালিমা যত!
তবে এই বিরাটতা কাটিয়ে উঠেছে
বার্থ তার উদীয়মান তরঙ্গ,
বাতাস বইছে।
এবং আমি যেমন ছিলাম,
ঠিক সন্ধ্যা আকাশে
ধ্রুব নক্ষত্রের মতো।
গ্রাথোর নিয়ে “কবিতা” ( দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম গ্রথোর ডট কম কে নিয়ে লেখা কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে। জীবনের সেরা অনুভূতিগুলো...