ইউটিউব ভিডিও টাইটেল এর উপর কিওর্য়াড এ
#Hashtag #ব্যবহার করবেন কিভাবে?
সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কিছুদিন আগে ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে। যে ভিডিও রেঙ্ক করার জন্য টাইটেল বা Description এ #hashtag ইউজ করা যাবে।
প্রথমে বলে নেই #hashtag কি এবং এর উপকারীতা কি?
#hashtag কি?
কোন ওয়ার্ড বা কিওয়ার্ডর এর সামনে যদি # Hash চিহ্ন দেওয়া হয় আর সেই ওয়ার্ডটা একটা হাইপারলিংক হয় আর সেই লিংকটাকেই আমরা hashtag বলি।
Hashtag এর উপকারীতা কি ?
শুধু ভিডিও না। সোস্যাল মিডিয়ার পেইজ,গ্র্রুপ বা প্রোফাইলে কোন লেখার মাঝে কোন নিদির্ষ্ট Words এ যদি Hash # ইউজ করা হয় সেই ট্যাগটা বা Keyword ট রেংকিং এর জন্য অনেক উপকারে আসে।
ইউটিউব ভিডিও’তে যদি এই হেস ট্যাগ ইউজ করি তাহলে আমাদের ভিডিও রেঙ্কিং এর জন্য এই হেস ট্যাগ অনেক সহায়ক ভূমিকা পালন করবেন।
ভিডিওতে কিভাবে #hashtag ব্যাবহার করবেন ?
আপনার ভিডিও’র টাইটেল বা ডেসক্রিপশনের মাঝে বা সবার শেষে মেইন কিওয়ার্ড এর ৩/৫টির প্রথমে # এই চিহ্ন ব্যবহার করুন। তাহলে আপনার ভিডিও টাইটেল এর উপরে হেস ট্যাগ সহ কিওয়ার্ডগুলো সো করবে।
সতর্কতা :
ইউটিউবের নিয়ম অনুযায়ী ১৫টির বেশী হেস ট্যাগ ব্যবহার করা যাবে না। তবে আমার পরামর্শ অনুযায়ী ৩/৫টির বেশী ট্যাগ ইউজ করা ঠিক না।
হেস ট্যাগ অবশ্যই টাইটেল ও ডেসক্রিপশনে ইউজ করবেন। কখনও ভিডিও’র ট্যাগের কিওয়ার্ড এ # ব্যবহার করবেন না।
অবশ্যই আপনার ভিডিও টপিকস রিলেটেড ট্যাগ ইউজ করবেন। টপিকসের বাহিরে বা ১৫টির বেশী ট্যাগ ইউজ করলে আপনার চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত আসতে পারে।
আমি বলব ৩ টার বেশি না করাই ভালো।
ধন্যবাদ সবাইকে।