আমার ভাবনা শুধু তোমাকেই ঘিরে।তোমাকে নিয়ে লিখবো লিখবো করে আর লেখা হয়ে ওঠে না।তোমায় নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় টা শেষ হয়ে যায়।ভালোবাসা কি সেটা নিজে ও বুঝতাম না।ভালোবাসায় কিসের এত কষ্ট,কিসের এত জ্বালা,সেটা কখনো অনুভব করি নি।
কিন্ত তোমায় ভালোবেসে বুঝতে পেরেছি।ভালোবাসা আসলে কি।
কাউকে মন থেকে ভালোবাসলে তাকে না পেলে কতটা কষ্ট অনুভব করতে হয়।
যদি ও তুমি আমার থেকে এখন অনেক দূরে।
কিন্তু আমার কাছে মনে হয় তুমি রয়েছো আমার প্রতিটা স্পর্শ জুড়ে।
আমার ভাবনা গুলো বড্ড বেহায়া সারাক্ষন করে আমায় তাড়া।
তোমায় নিয়ে ভাবতেই থাকে সারা বেলা।যদি ও আমি চাই না ভাবতে তোমাকে নিয়ে।
কিন্তু তার পর ও আমার ভাবনা গুলো সব তোমাকেই ঘিরে।
তোমার সাথে আমি যতটা না বাইরে কথা বলি।
তার চেয়ে ও বেশি কথা বলি অনুভবে।
প্রতিটা ক্ষনে ক্ষনে তোমায় অনুভব করি।
তোমার সাথে বলা কথা গুলো আমাকে সারাক্ষন তাড়া করে।
নিজেকে চাইলে ও ফেরাতে পারি না।
যত বারই বলি তোমায় মনে করব না।
তত বার ই আরো বেশি করে তোমার কথা মনে হয়।
তোমার মাঝে বিভোর থাকি।
তোমাকেই সারাক্ষন অদ্ভুত অনুভব করি।
যখন সবার মাঝে থাকি, তখন তোমার কথা তেমন মনে হয় না।
কিন্ত যখন একলা থাকি।
তখনই তোমার কথা বেশি করে মনে হয়।
তোমাকে খুব বেশি অনুভব করি।
বিশেষ করে রাত হলে তোমায় বেশি অনুভব করি।
তোমাকে ভেবে ভেবে মনের অজান্তে চোখে জল চলে আসে।
কাউকে বলতে পারি না।
শুধু নিরবে কেঁদে যাই।
সবাই কে বাইরের হাসি মুখটা ই দেখাই।
ভালোবাসা টা নিরবেই থেকে যায়।
সবার কাছে নিজের কষ্ট টা আড়াল করে রাখি।
কাউকে বুঝতে ও দেই না আমার কষ্ট গুলোর কথা।
লোকের মুখে শুনতাম ভালেবাসায় নাকি অনেক কষ্ট কিন্ত কখনো বিশ্বাস করতাম না।
ভাবতাম ভালোবাসায় আবার কিসের কষ্ট।
অন্য মানুষের জন্য আমি কেনো কষ্ট পাবো।
মানুষ এত বোকা কেনো কাঁদে কেনো।
কিন্ত এখন বুঝতে পারি।কাউকে মন থেকে ভালোবাসলে, তাকে না পেলে কতটা কষ্ট অনুভব করতে হয়।
তাকে না পেলে মনে হয় যেনো কলিজাটা পুড়ে যায়।
আমার নিজেকে নিয়ে আমি যতটা না ভাবি।তারচেয়ে বেশি আমি তাকে নিয়ে ভাবি।
অনুভব করি সে যেনো আমার প্রতিটা স্পর্শে মিশে আছে।আমার ভাবনা জুড়ে শুধু তার ই আনাগোনা।
তাকে ছাড়া যেনো আমার সব কিছু অন্ধকার।
জানি না কখনো ফিরে আসবে কি না তুমি?
তবু ও তোমার আশায় পথ চেয়ে রবো আমি।
যদি কখনো ফিরে এসে বলো ভালোবাসি তোমায়। ক্ষমা করে দাও আমায়। আর কখনো এমন হবে না আমার।
আমি পারবো না তোমায় ফিরিয়ে দিতে।
তোমাকে ফিরিয়ে দেওয়ার সাহস যে আমার নেই।
কারন তোমায় যে আমি বড্ড বেশি ভালোবাসি।
বিধাতার কাছে আমার একটাই চাওয়া।
এপারে ওপারে দু পারেই যেনো
তোমাকেই হয় পাওয়া।
নারীর মুক্তি নারীর হাতেই
"আপন আলোয় জ্বেলে ওঠো" এই লাইনটাতেই লোকানো অনেক কথা। আমাদের সমাজের বহু শিক্ষিত মায়েরাই পিরিয়ড নিয়ে কথা বলতে একটু অস্বস্তি...