আসসালামু আলাইকুম
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আপনাদের সামনে এমন একটি ট্রিক্স নিয়ে এসেছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স. প্রেম করেন না এমন খুবই কম লোক এখন বর্তমান সময় আছে এই ট্রিক্স এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার গার্লফ্রেন্ড অথবা বয় ফ্রেন্ড কার সাথে কথা বলছে এসএমএস করছে সেটা আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন. তার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে. যদি আপনারা বাংলালিংক ইউজার হন তাহলে প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন. যদি এয়ারটেল হন তাহলে মাই এয়ারটেল অ্যাপস টি ডাউনলোড করে নেবেন. যদি রবি ইউজার হন তাহলে রবি অ্যাপটি ডাউনলোড করে নেবেন. আর যদি জিপি হন তাহলে একটু আলাদা আপনাদের মোবাইলের সিম টি দেখে তারপর অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে ওই সিমটি দিয়েই. অ্যাপটি ডাউনলোড করার পর আপনার কাঙ্খিত নাম্বারটি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন আপনার নাম্বারটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি দিয়ে ভেরিফাই তারপরে আপনার নাম এবং আপনার ইমেইল এড্রেসটি সেখান দিয়ে দিবেন. পরবর্তীতে যদি উনি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাই তাহলে সে পারবে না কারণ আপনার ইমেইল এড্রেস এ একটি ভেরিফাই ইমেইল আসবে অথবা নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে আপনি আপনার ই-মেইলের মাধ্যমে সেখান থেকে পাসওয়ার্ড আবার রিকভারি করতে পারবেন. সবাইকে ধন্যবাদ.
HTML ডকুমেন্টে ইমেজ ও লিঙ্ক যোগ করার নিয়ম
হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (কোনো ঠিকানা) যার সাহায্যে পাঠক সরাসরি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে...