আউটসোসিং হচ্ছে ঘরে বসেই অনেক টাকা আয় করার সহজ উপায়।আমাদের দেশে চাকরি পাওয়াটা অনেক কঠিন বললেই চলে।কারন আমাদের দেশে অনেকেই পড়াশোনা করে চাকরির অভাবে ঘরে বসে আছে।যদি তারা আউটসোসিং সম্পর্কে জানে এবং এতে তারা যদি সংযুক্ত হতে পারে তাহলে আশা করা যায় অধিকাংশ ক্ষেত্রেই তাদের বেকারত্ব দূরীভূত হবে।এবং খুব তাড়াতাড়ি তারা সচ্ছল হতে পারবে।আউটসোসিং এর জগতে এই প্রথম সারা মিলছে প্রায় হাজার হাজার বেকার যুবকদের অনুপ্রবেশ।বেকার যুবকেরা তাদের বেকারত্ব দূরীভূত করন ও সাধারণ আয়ের একটা আশা খুঁজে পাচ্ছে।তাই আউটসোসিং কমকর্তাদের সার্বিক ভাবে উচিত যারা আউটসোসিং নিয়ে অনুরক্ত তাদের সাহায্য করা।আউটসোসিং কমকর্তা এবং আউটসোসিং গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় সফল হতে পারে আউটসোসিং ব্যবস্থা।আউটসোসিং ব্যবস্থায় বিভিন্ন প্রকার অজানা বিষয় গুলো আউটসোসিং কমকর্তাগন আউটসোসিং গ্রাহকদের অবগত করার মাধ্যমে সাহায্য করতে পারে।এ বিষয়ে যারা আগ্রহী তারা এ বিষয়ে জেনে এবং তাতে কাজ করে অল্প সময়েই অনেক লাভবান হতে পারবে।আউটসোসিং কমকর্তাগন বিভিন্ন প্রকার টেনিং সেন্টার খুলে গ্রাহকদের শিক্ষা লাভের ব্যবস্থা করতে পারে।টেনিং সেন্টার সমূহ থেকে টেনিং পাপ্ত হয়ে খুব সহজেই তারা আউটসোসিং করতে পারে।টেনিং সেন্টার সমূহে এক জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা গ্রাহকদের অতি যত্ন সহকারে শিক্ষা দানের মাধ্যমে এ বিষয়ে সহজ সমাধান হতে পারে।টেনিং সেন্টার সমূহ থেকে শিক্ষা লাভের পর অতি দক্ষতার সহিত ইনশাআল্লাহ আউটসোসিং করতে পারবে।টেনিং সেন্টার সমূহে মাএ কয়েক মাসেই গ্রাহক এ ব্যাপারে অতি দক্ষ হতে পারে।আউটসোসিং গ্রাহকগন ঘরে বসেই তার নিজ কম্পিউটার অথবা ল্যাপটপ এর মাধ্যমে আয় করতে পারে।আউটসোসিং এমন একটি ব্যবস্থা যার দ্বারা বিদেশী বিভিন্ন সাইটের কিছু অংশ অথবা সম্পূর্ণ সাইটের সমাধান করা হয় ঘরে বসেই।আউটসোসিং এ কাজ করে গ্রাহক যে আয় করে থাকে তা যে কোন প্রকার একাউন্ট থেকে তুলে নিতে পারে।আউটসোসএ আমেরিকা,ইউরোপ,মালয়েশিয়া এবং আরও অনান্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার প্রজেক্টের কাজ করা হয়।প্রজেক্ট সমূহ বিভিন্ন দেশ থেকে কমকর্তাগন সংগ্রহ করে তা গ্রাহকদের মাঝে বিভিন্ন ভাগে বিভক্ত করে অথবা পুরো প্রজেক্টের কাজ দেওয়া হয়।এবং এর সমাধান করে গ্রাহকগন তার কমকর্তাগন কে বুঝিয়ে দেবে।আর এই আউটসোসিং সম্পর্কে যে জানেনা তাকে জানানো এবং আগ্রহ দেওয়া।এ সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না।এটির ব্যবহার অনেক এবং বিশ্বের অধিকাংশ মানুষই এটির সাথে জড়িত রয়েছে।আর আমি বলব যে আপনার এর সাথে জড়িত হবেন এতে আপনাদের অনেক লাভ হতে পারে।এছাড়াও গ্রাম গুলোতে আউটসোসের কেবল মাত্র প্রকাশ ঘটেছে।গ্রামের মানুষ গুলো আউটসোসিং বিষয়ে জানার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।আউটসোসিং কমকর্তাদের উচিত গ্রাম বাংলার মানুষদের এ ব্যাপারে তাদেরকে অবগত করার মাধ্যমে আরও আগ্রহী করা।
অনলাইনে ভিডিও দেখে আয় করার বিশ্বস্ত পিটিসি সাইট খুঁজছেন?
আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার একটি লেখা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে গ্রাথর এর...