আসসালামু আলাইকু, আশাকরি সবাই ভালো আছেন, আমাজন রহস্যের অজানা আরন্য।৭০ লাখ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় ৫৫ লাখ বর্গকিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত।যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত। আমাজন অরণ্য ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া।এখানকার প্রাণীবৈচিত্র্য অতুলনীয়। আমাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে। আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি। বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস।আমাজন বন অত্যন্ত দুর্গম। তবে দ্ক্ষ গাইড সহ নদী পথে ভ্রমন এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিস্ময় দেখার সবচে ভাল উপায়। অবস্থিত পৃথিবী সবচেয়েে বড় বন। আমাজন কে রেইন ফরেস্ট বলা হলেও এর মানে এই না যে এখানে সারা বছর বৃস্টিপাত হয়।প্রচন্ড গরমের কারনে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারন।মজার বিষয় হল হাজারো রকমের প্রানির সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে।আমাজন বেসেনে অবস্থিত নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয়।প্রতিদিন ১০৬ মিলিয়ন ঘনফুট পলিমাটি আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে। বিঙ্গানি রা ধারনা করে এলডোরাডো নামের এক গুপ্ত শহর। ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের। সে গল্পে বলা হয়েছে, ‘এলডোরাডো’ নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণির বিশেষ নারী যোদ্ধারা।আমাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে, এখানে সারা বছর বৃষ্টিপাত হয়।শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল।আমাদের ধারণার চেয়েও বেশি দ্রুত বিলীন হচ্ছে আমাজনের জীববৈচিত্র্য। প্রতি সেকেন্ডে সেখানকার ১.৫ একর জমি ও প্রতিদিন গড়ে ১৩৭ প্রজাতির প্রাণী বিলীন হচ্ছে।
মানুষের ব্রেনের মেমোরি কত জিবি জানেন?
আসসালামুআলাইকুম।আসা রাখি সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আর ভালো আছি। যাইহোক যেই কথাটি বলছিলাম মেমোরি কার্ড...