ছেলেটা বলে ওকে। মেয়েটা বলে আমি তোমাকে লালা,কালো,গোলাপি,সাদা চার কালার গোলাপ দিলাম তুমি আমাকে কোনটা দিবে বলো। ছেলে বলে যে দিলে তোমার শত্রু মনে হবে সেটা দিবো আসলে আমি তো ফুলের ভাষা বুঝি না ছেলো বলে।
মেয়ে বলে তার মানে আমি তোমার জগ্য না।ছেলে বলে কেনো। মেয়ে বলে এমনি।ছেলে বলে তুমি আমাকে কোন কালার এর গোলাপটা দিতে বলো মেয়ে বলে লাল কালার।ছেলে বলে আমিও তাই দিতাম। মেয়ে বলে সথ্য ছেলে বলে হুম।মেয়ে বলে ফেলে i love you ছেলেও বলে i love you 2 তারপর তাদের মাঝে অনেক কথা হয়। ছেলে বলে তোমার নাম্বার টা দাও তো মেয়েটা তার নাম্বার দেয় তারপর ছেলেটা একটা মিচ কল দেয় মেয়েটা ফোন দিয়ে বলে কে..? ছেলে কথা না বলে ফোন কেঁটে দেয়।তার sms এ fb তে বলে এটা আমার নাম্বার। মেয়ে বলে তা হলে কথা কেনো বলো না। চলে ভয় গালে তার জন্য। মেয়ে বলে তাই এত ভায় পাও।
বিশ্বাসঘাতকতার শেষ পরিণতি যা হয়
এক বাড়িতে পোষা কুকুরেরা বাস করত। বাড়ির মালিক কুকুরদের পোষতো এবং থাকতে দিতো।একদিন কুকুর গুলোর সাথে কয়েকটা নেকড়ের দেখা হল।...