আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস। আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন.
বন্ধুরা আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের মোবাইলের সিমের কল রেট অনেক বেশি যে কারণে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে অধিক সময় কথা বলতে পারেন না. আগে যে টাকা দিয়ে যত মিনিট কেনা যেত এখন তার অর্ধেকও কিনা যায় না এ কারণে অনেকেই কথা বলা কমিয়ে দিয়েছে. বাংলাদেশের যে কয়টা অপারেটর চালু আছে প্রত্যেকটা অপারেটরের কল রেট বর্তমানে প্রতি মিনিটে প্রায় 60 থেকে 70 পয়সা কেটে নেই আপনি যদি এক ঘন্টা কথা বলেন তাহলে আপনার কাছ থেকে 35 টাকার উপরে কেটে নিবে আর আজকে আমি আপনাদের সামনে এমন কিছু এসেছি যার মাধ্যমে আপনার এক টাকা দিয়ে 5 মিনিট কথা বলতে পারবেন. কি বন্ধুরা আর কথা বাড়াবো না আপনারা যদি এয়ারটেল এবং রবি সিম আছে তারা ডায়ালার থেকে ডাল করবেন 21277 আগে ব্যালেন্সের টাকা রেখে তারপর ডায়াল করতে হবে এটা ডায়াল করার জন্য আপনার কাছ থেকে কোন টাকা কাটা হবে না. এটা ডায়াল করার পর আপনাকে কিছু অপশন বলবে যেমন এক টাকা দিয়ে 5 মিনিট 5 টাকা দিয়ে 25 মিনিট 10 টাকা দিয়ে 50 মিনিট এবং 15 টাকায় 75 মিনিট এবং 25 টাকা দিয়ে 125 মিনিট কিনতে পারবেন এমন কিছু বলবে. তারপর আপনি আপনার ইচ্ছা যেটা সেটা সিলেক্ট করবে. আপনি যদি 25 টাকা দিয়ে 125 মিনিট কিনতে চান তাহলে যে নম্বরটা টিপতে বলবে সেই নম্বরটা টিপ দিবেন এবং সেটা কিনা হয়ে যাবে তারপর অটোমেটিক কলটা কেটে যাব. এখনই মিনিট দিয়ে কল দিবেন কিভাব, আবার ডায়েল করবেন 21277 তারপর আপনাকে বলবে আপনার বন্ধুর সাথে কথা বলার জন্য 1 চাপুন এক চাপার পর আবার এক চাপ দিবেন তারপর আপনি যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বারটা প্রবেশ করাবেন তারপর আপনাকে কনফার্ম করার জন্য এক চাপতে বলব. তারপর আপনি এক চাপ দিবেন তারপর যখন ফোনটা রিসিভ হবে তখন আপনি 0 হাতে চাপ দিবেন তা না হলে আপনার বন্ধু আপনার ভয়েস বুঝতে পারবে ন. তো বন্ধুরা এভাবে আপনারা মাত্র 1 টাকা দিয়ে পাঁচ মিনিট যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন.
চুলের যত্নের কিছু টিপস।
নাড়ীর সৌন্দর্য হলো চুলে। চুল ছোট হোক বা বড় হোক, নাড়ীর সৌন্দর্য হলো চুলেই। কিন্তু আমার সারাদিন খুব ব্যস্ত থাকি,...