যাসনে মা আলোর সনে
গাজী মোহাম্মাদ আব্দুল মাজেদ।
যাসনে মা আলোর সনে
তোরে ব্যথা দিবে।
খাসনে মা আলোকগনে
তোরে কথা দিবে।
সে ব্যথা আর থামবে না
যতই কাঁদতে থাকো।
সে ব্যথা আর নামবে না
যতই বাঁধতে থাকো।
ওরে মা, সে কথা আর
রাখবে না ভুলেও।
ওরে মা, তোরে থাকতে
দেবে না ফুলেও।
লোকমুখে পাগল হবি
হবি দুর্নাম ভরা।
কী বেঁচে থেকেও যে
বার বার বাঁচা মরা।