আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ,আসা করি সবাই অনেক ভালো আছেন।সবাই সবার অবস্থানে ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করি সবসময়। বরাবরের মতই আরও একটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম।আর আজকের আর্টিকেলটা অনেকের জন্য গুরুত্বপুর্ণ হতে যাচ্ছে। সুতরাং পুরোটা অবশ্যই মন দিয়ে পড়বেন।
ছবি এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের এপিসোডে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো।আজকের আর্টিকেলটা যারা কাওকে পাবে না জেনেও অনেক ভালোবাসে তাদের জন্য।আর তার সাথে যারা এখনো কোনো সম্পর্কে জড়াযনি অবশ্যই তাদের ও এগুলো জানা দরকার।
কাওকে পাবে না জেনেও ভালোবাসো, কথাটির অর্থ হলো তুমি একজনকে জীবনে পাবে না কখনো,তার সাথে তুমি পুরো জীবন সম্পর্ক রাখতে পারবে না।সেটা বিভিন্ন কারণে হতে পারে।কিন্তু বড় কথা হলো তুমি কিন্তু জানো যে তুমি তাকে পাবে না শুধুই ভালোবেসে যাচ্ছো তাকে কিন্তু নিজের করে কখনোই তাকে পাবে না।
অথচ দিনের পর দিন তার জন্য চোখের পানি ঝরিয়ে যাচ্ছো।তার জন্য শুরু করেছো বাজে কোনো নেশা, তার জন্যই জীবনকে করছো বরবাদ।কিন্তু যার জন্য এসব করছো সে যদি তোমার না হয় আর এটা তুমি জানো তাও এমন করছো তাহলে তুমি অনেক বোকা।
তুমি তাকে পাবে না এটা হয়তো তোমার মানতে একটু সময় লাগবে, কিন্তু তাকে পাবেনা জেনেও ভালোবাসবে কেনো? এতে তো তুমি আরো বেশি কষ্ট পাবে। এতে তোমার কোনো লাভ হবে কি?
আসলে কি সবশেষে তুমি তোমার জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে থাকো।আর এমন ঘটনা অসংখ্য প্রেমিক কিংবা প্রেমিকা করে থাকে।কেনো, কারণ হলো যে সে জানে যে তার ভালোবাসার মানুষটিকে সে পাবে না কিন্তু জানার সত্বেও সে ভালোবাসে।এতে সে তাকে কোথাও দেখলে অনেক কষ্ট পায়।
হটাৎ কোথাও দেখা হয়ে গেলো একটু কোথাও এতে সে অনেক ভেঙে পরে। ভুলে থাকার পরও যদি কয়েক বছর পর আবার দেখা হয় তাতে কষ্ট পায়।
এতে তোমার বুঝা উচিত যে তুমি তাকে পাবে না।এইটাই সত্যি।এটা জানার পর থেকে নিজের জীবনকে অন্য একভাবে গুছিয়ে নাও।কারণ জীবন একজনের জন্য কি থেমে থাকে? অবশ্যই না।
জীবনে ভালো কিছু করো দেখবে তার থেকেও ভালো হইতো কেও এসে তোমার হাত সারাজীবনের জন্য ধরবে।
এখন অনেকেই বলবে যে ভালোবাসা কখনো ভোলা যায় না,এটি চাইলেও কষ্টের হাত থেকে আমাদের মুক্ত হতে দেই না আরো অনেক কিছু।
কিন্তু অবশ্যই তারা ভুল, কারণ কি লাভ হবে তার জন্য কষ্ট পেয়ে।কোনো লাভ যখন হবে না তখন তাকে ভুলে গিয়ে অবশ্যই নতুন ভাবে স্বপ্ন দেখতে শিখতে হবে।
জীবনে করার মত অনেক কিছু রয়েছে।একজন মানুষ যদি চায় তাহলে তার জীবনকে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিতে পারে।এমন টা ভেবে যদি তুমি কাজ করো তাহলে তোমার জীবনে কোনো বাধা আসলেও তুমি সেটিকে দূরে ঠেলে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।
আর একটি কথা অবশ্যই মাথায় রেখো তার সাথেই সম্পর্কে যাও যে তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য। মানেটা হলো যে তোমাকে সবসময় হাসি খুশি রাখবে ভালো রাখবে।তোমার সবকিছু তার মনে করবে।এগুলো জেনে তবে সম্পর্ক তৈরি করো।নাহলে একটা সময় তাকে পাবে না জেনে নিজেই কষ্ট পেয়ে যাবে।