সালামুআলাইকুম ভিউয়ার্স
আবারো চলে আসলাম আপনাদের কাছে একটি নতুন ট্রিক্স নিয়ে. আপনারা অনেকেই হয়তো নিজের বাসায় পার্সোনাল ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু সমস্যা হচ্ছে দিনে দিনে আপনার ওয়াইফাই স্পিড আপনি ঠিকমত পাচ্ছেন না তার কারণ হলো আপনার ওয়াইফাই এর আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতেছে যার কারণে আপনি স্পিড ঠিকমত পাচ্ছেন না. আজকে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাই আপনি ছাড়াও অন্য কে কে ব্যবহার করতেছে এবং কিভাবে তাদেরকে ব্লক দিবেন সেটা বলে দিব. প্রথমে আপনি চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে. সেখান থেকে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন সফটওয়্যার টার নাম হল tp link tether. অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি অ্যাপস টি অপেন করবেন তার আগে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই টি চালু করে আপনার ওয়াইফাই কানেক্ট করে নিবেন. অ্যাপস টা ওপেন করার পর আপনার কানেক্ট হওয়া ওয়াইফাই টা শো করবে. আপনি আপনার ওয়াইফ এর নামের উপরে ক্লিক করবেন তারপর আপনাকে লগইন করতে বলবে এখন আপনি ইউজারের জায়গায় admin দেবেন এবং পাসওয়ার্ড এর জায়গায় admin সেম ভাবে দিবেন. তারপর আপনার একটা নতুন ইন্টারফেস ও করবে. উপরে দেখতে পারবেন ক্লায়েন্ট নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে আপনি দেখতে পারবেন কয়জন আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে. এখন আপনি চাইলে সবাইকে ব্লক করে দিতে পারবেন তাহলে তারা জীবনে আপনার ওয়াইফাই টি ব্যবহার করতে পারবেন না. সবাইকে ব্লক করে দেওয়ার পর আপনি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন. এখন আপনি আপনার ওয়াইফ এর সম্পূর্ণ স্পিড আপনি একাই পাবেন.
আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য.
YouTube Free view like লক্ষ লক্ষ লাইক ভিউ ফ্রীতে নিন।১০০% কার্যকারী
আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে যা ইউটিউব মনিটাইজেশন করার জন্য ...