জীবনটা কারো জন্য ধ্বংস করে দিও না। কারন সে তোমার জীবনে অভিশপ্ত হয়ে এসেছিল।যেখানে তুমি একটা মেয়ের জন্য তুমি তোমার পুরো জীবনটাকে নষ্ট করে দিবে।কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমার বাবা-মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি দুই দিনে ভালবাসার সে মেয়েটির জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ।কিন্তু তুমি কি জানো তোমাকে নিয়ে তোমার বাবা-মা কত স্বপ্ন তা তো তোমাকে একটা জীবন দান করেছে তাদেরকে ছেড়ে তুমি চলে যেতে পারবে। কখনোই ভুল করো না দেবে না মেয়েটা তোমার জীবনের জন্য একটা অভিশাপ ছিল। লাইফে ভালো কিছু করো তাহলে সেই মেয়েটিকে অনেক ভালো মেয়ে তুমি পাবে। কারণ একজনের জন্য তোমার জীবনটাকে বরবাদ করে দিতে পারবে না। একটা জিনিস ভেবে দেখেছ একটু দেখলেই খেয়াল করবে। তুমি যখন হাঁটাহাঁটি করতে জানতে না তখন কিন্তু তোমার বাবা তোমাকে হাটাহাটি শিখিয়েছে। তুমি কি তোমার সে বাবা-মাকে ছেড়ে চলে যেতে পারবে তাও একটা মেয়ের জন্য। তুমি যখন কষ্ট পেতে বা আঘাত পেতে তোমার মায় কিন্তু তোমার কাছে ছুটে আসত বলতো বাবা কি হয়েছে আমাকে বল।সারাদিন হাজারো কষ্টের ভিড়ে বাবা কাজ করে এসে তোমার মুখে এক ফোঁটা হাসি দেখার জন্য তোমার ফেভারিট খাবার নিয়ে আসতো।বাবাকে যখন বলতে বাবা আমার খাতা নেই খাতা কিনে দাও তখন বাবার কাছে টাকা নেই কি করবে সে তবু যেখান থেকে হোক বা কি করে হোক তোমার খাতা থেকে কিনে দিত। কারন কি জানো তোমার বাবা তোমাকে শিক্ষিত করতে চায়। আর তুমি যে একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। ভুলে গেছো তোমার বাবা-মা সে ভালোবাসা। কখনো কি ভেবে দেখেছো তুমি যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার বাবা মা উপরে কেমন একটা ঝড় বয়ে যাবে।না সেটা ভেবে দেখো নি তোমার ওই মেয়েটাকে দরকার আরে ওরকম মেয়ে কত যাবে আসবে। একজনের জন্য কখনো কিন্তু জীবন থেমে থাকে না। বাবা আমার একটা কম্পিউটার লাগবে কম্পিউটার কিনে দাও। বাবার কাছে টাকা নেই তবুও বাবা বলে সামনের মাসে কিনে দেবো।যে বাবা তোমার মুখে হাসি দেখার জন্য সবকিছু করতে পারে তুমি সে বাবাকে কষ্ট দিয়ে যে মেয়েটা তোমার জন্য কিছুই করেনি বরং জীবনটা আরো নষ্ট করে দিয়েছে এবং অন্য জনের জীবন চলে গেছে তুমি সেই মেয়েটার জন্য কাঁদছো আজকে। কি দরকার তার জন্য কেঁদে। তুমি সেটা করা বাদ দিয়ে একটু বাবার মুখে হাসি ফুটাতে পারো। তুমি একদিন তোমার বাবাকে একটা লুঙ্গি গিফট করে দেখতে পারো। দেখো তোমার বাবা কত খুশি হয় হয়তোবা তোমার বাবার চোখে পানিও দেখতে পারবে। এবং তুমি যদি মেয়েটিকে হাজার টাকার জিনিস গিফট করো তাকে তুমি খুশি করতে পারবে না। কারণ তারা আরো চাই।আর যদি সত্যি কারের ভালোবাসা হয় তাহলে তোমাকে কোনদিন কষ্ট দিবে না সে। তুমি কষ্ট পাও সেরকম কাজ করবে না। যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। যে তোমাকে মিথ্যে ভালোবাসে তুমি তাকে মিথ্যা ভালোবাসো। কারণ যে যেরকম তাকে সেরকমই ব্যবহার ফেরত দিতে হবে।তোমাকে ছেড়ে চলে গেছে সে তার পিছনে ছুটো না বরং লাইফে বড় কিছু হয়ে দেখাও তাহলে দেখবে একদিন সে তোমার সামনে এসে তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সে ভালোবাসাটা কিন্তু মূল্যহীন।মেয়েটা তোমাদের কাছে টাকার জন্য চলছে তাই বলে রাখি কোন মেয়েদের জন্য নিজের জীবনটাকে নষ্ট না করে এবার তোমার বাবা মার দিকে তাকিয়ে দেখো দেখবে জীবনটা অন্যরকম মনে হবে। কারণ তোমার বাবা-মা তোমাকে কোনদিন ধোকা দেবে না।কোনদিন কষ্ট দেবেনা কোনদিন ছেড়ে চলেও যাবে তুমি যতই খারাপ কাজ করো না কেন বাবা মারবে শেষে বাসা থেকে বের করে দেবে কিন্তু পরে দেবে সেই বাবা তোমাকে খুঁজতে বের হয়েছে। কিন্তু কখনো কি দেখেছো একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দিয়েকোনো দিন খোঁজ নিয়ে দেখেছে যে কি করছে সে তাই বলি কোন মেয়ের জন্য নিজের জীবনটাকে নষ্ট করোনা। ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার ধন্যবাদ সবাইকে।
মধ্যবিত্তদের জীবন এমনই হয়
~তুমি মধ্যবিত্ত বলে.. বুকের মাঝে পাহাড় সমান অপূর্ণতা নিয়ে..মুখে ভালো থাকার নকল হাসি টুকু চলে.. ~তুমি মধ্যবিত্ত বলে.. খরচ করতে...