১। নেই ভেদাভেদ
তোমার কাছে নেই ভেদাভেদ
নেইকো উচু নীচু,
তুমিই মহান শান্তি দাতা
ঘুরছি তোমার পিছু।
নুর নবী মুহাম্মদ(স:) কে তুমি
পাঠিয় মোদের কল্যানে,
পথ দেখিয়ে সরল পথের
সন্ধান দিলে বান্দরে।
জগতের যত পাপী তাপী
গুনাহগার যত আদম সন্তান,
ক্ষমার হাত বাড়িয়ে তুমি
করলে মোদের মহীয়ান।
২। মিনতি তোমার কাছে
একটি চাওয়া তোমার কাছে
মিনতি করি অকাতরে,
পার করিও বিনা হিসাবে
রোজ ফুলসিরাতে।
ধরার বুকে তোমার আদেশ
লংগেছি প্রতি পদে পদে,
তুমি ছাড়া কে মার্জনা করবে
তোমার অধম এ বান্দারে।
দুনিয়ার যত লোভ লালাসা
মায়া ভরা সংসারের মোহে,
তোমায় কভু ডাকতে পারিনি
অতি আপন করে।
ভবের প্রেমের যাদু মন্ত্রে
বিভোর হয়ে সাদরে,
নামাজ আমার হয়েছে হেলা
জবাব দিব কিভাবে তোমারে।
কবরে যখন শাওয়াল করবে
মুনকার নাকীর ফেরেস্তা,
মুসকিল তুমি করিও আহসান
বন্ধ করে দিও আযাবের রাস্তা।
৩। তোমার আদেশ ভুলে
তোমার ভান্ডারে নেই কো অভাব
ধন সম্পদ প্রতিপত্তির,
চাই শুধু তোমার কাছে
মিনতি এই ভিখারীর।
সৃষ্টি করে পৃথিবীর বুকে
পাঠিয়ে মোদের অকাতরে,
বিলিয়ে দিলে নাজ নেয়ামত
অধম বান্দার কল্যানে।
রাজা প্রজা আমীর মিসকিন
সকলই সমান তোমার কাছে,
মানুষ আমরা ভেদাভেদ করি
তোমার আদেশ ভুলে।
হিংসা বিদ্বেষ দু:খ আনে
প্রতিটি পদে পদে,
খোদার হুকুম পালন করলে
শান্তি পাবে পরকালে।
৪। মুক্তির দিশারী
মরুর বুকে দ্যুতি ছড়িয়ে
আগমন হল এক জ্যোতির,
মানব কল্যানে শান্তি আহরনে
সদা সর্বদা ছিল অধীর।
সৎ পথের সন্ধান দিতে
পাঠালেন খোদা তা-আলা,
মানব মুক্তির মহান দিশারী
মুহাম্মদ (স:) মোস্তফা।
ঝড় ঝঞ্জা দুঃখ কষ্ট
সয়েছে সব মোদের কল্যানে,
মুক্তির মহান সন্ধান দিয়েছে
খোদার দেয়া আহবানে।
৫। ক্ষমা কর
ক্ষমা করে দাও প্রভু আমায়
পাপী আমি এই জগতের,
তোমার দয়ার সাগর থেকে
একটু জল দাও আমাদের।
বিভোর ছিলাম দুনিয়ার মায়ায়
ভুলে ছিলাম তোমায় আমি,
তবুও তোমার মায়ার দরজায়
তালা দাওনি জানি।
অনেক সময় কেটে গেল হেলায়
তোমায় ডাকিনি কভু,
ফিরিয়ে কভু দাওনি তুমি
তুমি যে মহান প্রভু।
পরকালে আমি তোমার সমুখে
দাড়াব কি সম্বল নিয়ে,
ভয়ে বুক কাপে সর্বদা
এই ভেবে মনে মনে।
৬। রবি উঠেছে
রাত পোহাল পূব গগনে
রবি উঠেছ ঐ,
মুয়াজ্জিন ডাকে খোদার ঘরে
মুমিন মুসলমান কই।
ঘুম থেকে জানি নামাজ উওম
জানে প্রতিটি মুসলমান,
খোদার ডাকে সারা দিয়ে
মসজিদে হও আগুয়ান।
অবহেলায় সময় কর না পার
ভুলনা খোদার কথা,
তার হুকুম পালন করতে
হবে সদা সর্বদা।
যখন জিগাসিবে দুনিয়ার জীবন
কীভাবে করেছ পার,
উওর কিবা দিবে বল
আমরা যে গুনাহগার।
৭। মূল্যহীন
জীবন মোদের টলমল করে
যে কোন সময় যাবে উড়ে,
আজরাইল খোদার হুকুম তখন
পালন করবে অক্ষরে অক্ষরে।
দুনিয়ার যত বাহাদুরী তোমার
চলবে না তার সাথে,
পরান পাখি এক নিমেষে
ছিনিয়ে নিয়ে যাবে।
টাকা পয়সা ধন সম্পদ
মিছে মৃত্যুর কাছে,
লাভ হবে না তখন কিছুই
থেকে যাবে দুনিয়াতে।
গর্ব অহংকার ধ্বংস করে
মুমিনের সব গুনাবলী,
লাভ কি বল ক্ষনিকের ধরায়
এ সব নিয়ে বাড়াবাড়ি।