আসসালামুয়ালাইকুম
আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভাল আছেন আজকে আমি আপনাদের সাথে যে টিপস টি শেয়ার করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস. আপনারা অনেকেই এন্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা যান যেন আপনি ছাড়া আর কেউ ফোনটা না ধরতে পারে অনেক সময় দেখা যায় যে আপনি ফোনটা ঘরে রেখে গেলেন আপনার গার্লফ্রেন্ডের ফোন দিলে তখন সেই মুহূর্তে আপনার বড় ভাই অথবা আপনার মা অথবা আপনার বোন যে কেউ ফোনটা রিসিভ করতে পারে তাতে আপনার সমস্যা হতে পারে. আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপস টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে এবং কিছু কাজ করে রাখেন তাহলে আপনি ছাড়া আর কেউ এই আপনার ফোনটি রিসিভ করতে পারবে না. তো বন্ধুরা আপনারা চলে যাবেন প্লে স্টোরে সেখান থেকে Call lock-secure incoming call with password এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন. তারপর একটি ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেখানে পারমিশন গুলো এলাও করে দিবেন. তারপর সেখানে আপনাকে একটি পিন কোড অথবা প্যাটার্ন লক দিতে বলবে আপনি সেই লোকটি দুইবার দিবেন. তারপর ইচ্ছা করলে আপনি নাম্বার হাইড করে রাখতে পারেন যখন কল আসবে তখন নাম্বার এবং নাম কোন কিছু সেখানে দেখা যাবে না এই অপশনটা ওখানে চালু করতে বলবে আপনি ইচ্ছা করলে চালু করে দেবেন অথবা বন্ধ করে রাখতে পারেন. সেখানে আরেকটা অপশন থাকবে আপনি ইচ্ছা করলে যে নাম্বারগুলো আপনি চান কল আসলে যেন নাম এবং নাম্বার কিছুই দেখা যাবে না সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন. তারপর ওকে তে প্রেস করে ব্যাক বাটন এ চলে আসবেন এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে সেখানে প্যাটার্ন লক দিয়ে রিসিভ করতে বলবে তাই এখন আপনি ছাড়া আর কেউ আপনার মোবাইলে কল রিসিভ করতে পারবে না.
বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ.
Banglalink এক সিম থেকে অন্য বাংলালিংক সিমে যেভাবে টাকা নিবেন !
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক বাংলালিংক সিম কার্ড থেকে অন্য বাংলালিংক সিম কার্ডে কিভাবে টাকা নেওয়া যায। যদি অন্য...